ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

সেই রাজিয়ার অর্থ নিয়ে টানাটানি

সেই রাজিয়ার অর্থ নিয়ে টানাটানি

প্রসবকালীন জটিলতায় সন্তান জন্মদানের পাঁচ ঘণ্টা পর গত বছর মৃত্যুবরণ করেছিলেন জাতীয় বয়সভিত্তিক দলের ফুটবলার রাজিয়া সুলতানা। ডাবল বেনিফিট স্কিমে ছয় বছর মেয়াদে ৬ লাখ টাকা রেখে গেছেন সাবেক এ ফুটবলার। কয়েকদিন পর যা দ্বিগুণ হতে যাচ্ছে। সে অর্থ নিয়ে চলছে দুই পক্ষের টানাটানি।

এক বেসরকারি ব্যাংকের মতিঝিল শাখায় করা ডাবল বেনিফিট স্কিমের ৬ লাখ টাকা দ্বিগুণ হবে মঙ্গলবার। ওই অ্যাকাউন্টের নমিনি রাজিয়া সুলতানার মা আবিরন বিবি। আইনগতভাবে তিনি টাকার মালিক বটে। কিন্তু যে সন্তান জন্মদানের সময় রাজিয়ার মৃত্যু হয়, সেই রাজিম রহমানের দেখভাল করেন না আজিরন বিবি কিংবা তার পরিবার। ১৮ মাসের ছেলেকে দেখভাল করেন তার বাবা ইয়াম রহমান। সেই সূত্রে তিনি ব্যাংকে রক্ষিত অর্থের মালিকানা দাবি করছেন। এ নিয়ে চলছে আইনি লড়াই। সংশ্লিষ্ট ব্যাংক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) এ-সংক্রান্ত চিঠি দিয়েছেন প্রয়াত রাজিয়ার স্বামী ইয়াম রহমান। তার দাবি, আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকা যাতে কাউকে দেওয়া না হয়। ঢাকা জেলা লিগ্যাল এইডে বিষয়টি আসার পর দুই পক্ষকে ডাকা হয়েছিল। কিন্তু প্রয়াত রাজিয়ার মায়ের পক্ষ থেকে কেউ সেখানে হাজির হননি।

এ প্রসঙ্গে ইয়াম রহমান কালবেলাকে বলেছেন, ‘রাজিয়ার মৃত্যুর পর থেকে আমাদের একমাত্র সন্তান রাজিম রহমান আমার সঙ্গে থাকে। তাকে দেখাশোনা করেন আমার পরিবারের সদস্যরা। বাচ্চাটা রাজিয়ার মায়ের পরিবারে থাকলে আমার কোনো দাবি ছিল না। কিন্তু তাদের পরিবার অস্বীকার করেছে যে, রাজিয়ার কোনো বাচ্চা নেই। তারা টাকা আত্মসাৎ করতে চাচ্ছে। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি আইনি লড়াইয়ে নেমেছি।’

ইয়াম রহমান দাবি করেছেন, ‘শিশুর বিষয় বিবেচনা করে আমরা চাচ্ছিলাম সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করতে। কিন্তু আমার শাশুড়ি এবং তাদের পরিবারের সদস্যরা তো আমার ফোনও ধরে না। তারা এ নিয়ে কোনো কথাই শুনতে রাজি না।’ রাঙামাটির কপ্তাইয়ের বড়ইছড়িতে বসবাস করে ইয়াম রহমানের পরিবার। ১৮ মাস বয়সী রাজিম রহমান সে পরিবারেই বেড়ে উঠছে।

২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রাজিয়া সুলতানা সে দলের সদস্য। ২০২৪ সালের ১৪ মার্চ সন্তান জন্মদানের পাঁচ ঘণ্টা পর মৃত্যুবরণ করেন রাজিয়া সুলতানা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ২১ বছর বয়সী সাবেক ফুটবলারের।

২০২০ সালে সাবেক ফুটবলার ইয়াম রহমানের সঙ্গে বিয়ে হয়েছিল রাজিয়া সুলতানার। ইয়াম রহমান বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ লিগের সিঁড়ি বেয়ে যখন উঠে আসছিলেন, তখনই দুনিয়া ছেড়ে যান রাজিয়া। তারপর থেকে ফুটবল ছেড়ে পোশাক কারখানায় ১৮ হাজার টাকা বেতনের চাকরি করেন ইয়াম রহমান। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেছেন, ‘রাজিয়ার স্বপ্ন ছিল ছেলেসন্তান হলে তাকে ফুটবলার বানাবেন। বাস্তবতার কারণে আমাকেও ফুটবল ছাড়তে হয়েছে। এখন আমিও চাই ছেলেটা ফুটবলার হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপশিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

যে শর্ত না মানলে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না

লুচি, কচুরি আর পুরির পার্থক্য জানেন তো

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ওটস নিয়মিত খেলে কী ঘটে শরীরে? জেনে নিন

১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

বিদেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দিতে চায় দুদক

স্থগিত লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

এদেশে আর আমি-ডামি নির্বাচন হবে না : সেলিমুজ্জামান

১০

ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর দ্বিতীয় বাংলাদেশ

১১

আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

১২

খেলোয়াড়দের কথা মাথায় রেখে বিশ্বকাপে নতুন নিয়ম আনছে ফিফা

১৩

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

১৪

ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

১৫

মায়ামি নাকি উরুগুয়ে, ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

১৬

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

১৭

ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন ওমর সানী

১৮

জিমেইলের এই স্বয়ংক্রিয় সেটিংটি বন্ধ করুন এখনই

১৯

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের বাইরে সালাহ

২০
X