ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে ষড়যন্ত্র বলে সরকার দেশের মানুষের ভোটাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এভাবে সরকারের শেষ রক্ষা হবে না। গতকাল মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।
সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে : ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম গতকাল এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সাইবার নিরাপত্তা আইন মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের খোলস। এ আইন কার্যকর হলে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হবে। সাংবাদিকদের টুঁটি চেপে ধরা হবে।
মন্তব্য করুন