শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে কার্প জাতীয় ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. অলোক কুমার পাল।
মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের এ আয়োজনে আরও ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা ও জরিপ) সৈয়দ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ, ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্সের ডিন অধ্যাপক ড. এ এম শাহাবুদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন