ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

চিন্ময়ের মাথার ওপর ছাতা, আদালতে কৌতূহল

চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের মাথার ওপর ছাতা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের মাথার ওপর ছাতা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রাম আদালতে আসামির মাথার ওপর ছাতা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। আদালতে আসা সেবা প্রার্থীরা বলছেন, আদালতে আসামির মাথার ওপর পুলিশের ছাতা ধরে রাখা এই প্রথম। চট্টগ্রাম আদালতের পথচলা শুরুতে এমন ঘটনা ঘটেনি।

আদালতে সেবা গ্রহণকারীদের ভাষ্য, চট্টগ্রাম আদালতে অনেক আলোচিত মামলা এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়ে থাকে। তাদেরকে আসামি বহনকারী গাড়ি প্রিজনভ্যান থেকে নামানোর সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আসামিদের মধ্যে উগ্রতা ভাব থাকলে ডান্ডাবেড়ি লাগানো হয়। কিন্তু আসামির মাথার ওপর বিশেষ ছাতা ধরে আদালতে হাজির করানোর নজির এই প্রথম।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় দেখা গেছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যান থেকে চিন্ময় কৃষ্ণকে নামানো হয়। এ ছাড়া তিনি হেলমেট এবং বুলেটফ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন। এ সময় চিন্ময়ের মাথার ওপর বিশেষ ছাতা ধরে ছিলেন একজন পুলিশ সদস্য। ছাতার কারণে চিন্ময় দাসের চেহারা দেখা যাচ্ছিল না। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের ছবি, ভিডিও ফুটেজ নিতে বেগ পেতে হচ্ছিল।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রিজনভ্যান থেকে চিন্ময় কৃষ্ণ নামার পর তার মাথার ওপর একটি ছাতা ধরে একজন পুলিশ সদস্য। আদালতের ভেতর প্রবেশের পরও ছাতাটি চিন্ময়ের মাথার ওপর ছিল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে প্রবেশ করার পর ছাতাটি বন্ধ করা হয়।

বিশেষ ছাতার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, আসামির বিশেষ নিরাপত্তার জন্য ছাতা ব্যবহার করা হয়েছে। অনেক সময় ডিম, পানির বোতল আসামিকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়। তাই সবদিক বিবেচনায় আমরা ছাতা ব্যবহার করেছি।

এ বিষয়ে জেলা আইনজীবী মীর শফিকুল ইসলাম বিজন বলেন, নিরাপত্তার মধ্য দিয়ে আলিফ হত্যা মামলার আসামিদের আদালতে হাজির করা হয়েছে। সকাল থেকে আদালতের প্রবেশমুখে তল্লাশিচৌকি ছিল। নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ ছিলেন। আলোচিত আসামির ক্ষেত্রে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে নিরাপত্তা দেওয়ার বিধান রয়েছে। চিন্ময় দাসকেও ছাতা দিয়ে নিরাপত্তা দিয়েছে পুলিশ। যদিও সাধারণ মানুষের মাঝে ছাতা নিয়ে কৌতূহল থাকবে এটা স্বাভাবিক।

২০২৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

১০

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

১১

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১২

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১৩

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১৪

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৫

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৬

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৭

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৮

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৯

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

২০
X