হাসান আজাদ, মাতারবাড়ী থেকে ফিরে
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৪:১৩ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

সরকারের কাছে বকেয়া ৭০০ কোটি টাকা

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
সরকারের কাছে বকেয়া ৭০০ কোটি টাকা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের ৭০০ কোটি টাকা সরকারের কাছে বকেয়া পড়েছে। কেন্দ্রটিতে আগামী তিন মাসের কয়লা মজুত আছে। বকেয়া টাকা না পেলে কয়লা আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে, বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হলেও দ্বিতীয়টি চলছে পরীক্ষামূলকভাবে। উপকেন্দ্র পুরোপুরি প্রস্তুত না হওয়ায় চাহিদা অনুযায়ী চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তবে কয়লাভিত্তিক অন্য কেন্দ্রগুলো থেকে মাতারবাড়ীর বিদ্যুতের দাম কম পড়ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকারি প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সরেজমিন পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, এখন পর্যন্ত বিদ্যুৎ বিক্রি বাবদ সরকারের কাছে ৭০০ কোটি টাকা বকেয়া পড়েছে।

তিনি বলেন, এখন কেন্দ্রে তিন-চার মাসের কয়লার মজুত আছে। আমরা কয়লা আমদানি করতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছি। বকেয়া টাকা সময়মতো না পেলে কয়লা আমদানিতে সমস্যা হবে। আগামী জুনে দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হবে জানিয়ে তিনি বলেন, মদুনাঘাট উপকেন্দ্র পুরো বিদ্যুৎ গ্রহণ করতে পারছে না। তাই অর্ধেক বিদ্যুৎ মেঘনাঘাট উপকেন্দ্রে দেওয়া হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে কেন্দ্রটির ৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটই চালু আছে। এখন পর্যন্ত কেন্দ্রটি থেকে এক দিনে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের জন্য কেন্দ্র প্রস্তুত। কিন্তু উপকেন্দ্র এখন পুরোপুরি প্রস্তুত হয়নি। যে কারণে কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুতের অর্ধেক চট্টগ্রামের মদুনাঘাট উপকেন্দ্র এবং বাকিটা নারায়ণগঞ্জের মেঘনাঘাট উপকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মদুনাঘাট উপকেন্দ্রে এখনো ট্রান্সফরমার বসানোর কাজ শেষ হয়নি; মে মাসে শেষ হবে। যে কারণে মাতারবাড়ীর উৎপাদিত বিদ্যুতের পুরোটা নিতে পারছে না। ফলে চাহিদা অনুযায়ী চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে মেঘনাঘাট উপকেন্দ্রে সরবরাহ করতে হচ্ছে।

সংশ্লিষ্টরা আরও জানান, দেশে কয়লাভিত্তিক অন্যান্য কেন্দ্র থেকে মাতারবাড়ীতে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম কম। অন্যান্য কেন্দ্রের ইউনিট প্রতি বিদ্যুতের দাম ১০ থেকে ১২ টাকা হলে এই কেন্দ্রটিতে ইউনিটপ্রতি খরচ হচ্ছে ৮ টাকা। কেন্দ্রটির জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হয়। এ কয়লার দহন মান বা ক্যালরিফিক মান ৪ হাজার ২০০ থেকে ৫ হাজার।

কর্মকর্তারা জানান, কেন্দ্রটিতে নিম্নমানের ও উচ্চমানের উভয় ধরনের কয়লা ব্যবহার করা যাবে। পরিবেশ দূষণ রোধে কয়েক স্তরের পিউরিফিকেশনের ব্যবস্থা রয়েছে। যে কারণে কেন্দ্রটি থেকে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না।

বঙ্গোপসাগরের তীরঘেঁষে মাতারবাড়ীর ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্র। খরচ হয়েছে প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিয়েছে প্রায় ৪৩ হাজার ৯২১ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) নিজস্ব তহবিল থেকে অবশিষ্ট ৭ হাজার ৯৩৩ কোটি টাকা দেওয়া হয়েছে।

২০১৪ সালের ১৬ জুন বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (জাইকা) মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এ প্রকল্পে আমদানি করা কয়লা লোড-আনলোড জেটি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, টাউনশিপ, স্থানীয় এলাকার বিদ্যুতায়ন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ ও বিদ্যুৎকেন্দ্র সংযোগ সড়ক নির্মাণের মতো অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকবে।

কোল পাওয়ার সূত্র জানায়, প্রকল্প কর্তৃপক্ষ প্লান্টে কয়লা পরিবহন ও সংরক্ষণের জন্য জেটি এবং সাইলোও নির্মাণ করেছে। সাইলোর ৬০ দিনের জন্য কয়লা সঞ্চয় করার ক্ষমতা রয়েছে। ৮০ হাজার টন কয়লা ধারণক্ষমতার মাদার ভেসেল সহজেই জেটিতে নোঙর করতে পারবে। আর মাদার ভেসেল থেকে কয়লা আনলোড করতে সময় লাগবে দু-এক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে : জামায়াত 

এক মঞ্চে মোদি-শি, জমে উঠছে বৈরী দুই প্রতিবেশীর কূটনীতি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

ট্রেনের ধাক্কায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ল অটোরিকশা

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, অতঃপর...

ক্ষুব্ধ নাগরিকরা, ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতে লুটপাট

দেড় ঘণ্টা ধরে পিটিয়ে মৃত ভেবে ফেলে গেল গ্রামবাসী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

ড. ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ : মোস্তফা ফিরোজ

১০

‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে’

১১

ঢাবি ছাত্রলীগ সেক্রেটারি সৈকত ফের রিমান্ডে 

১২

পদ্মা ব্যাংকে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা 

১৩

সম্পদ বিবরণী জারির নোটিশ / অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল দম্পতির বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুদক

১৪

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

১৫

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

১৬

মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই

১৭

সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

১৮

শিশুকে অপহরণের পর থানায় অভিযোগের পরামর্শ দেন তারা

১৯

চবিতে দুই ছাত্রকে কুপিয়ে ছাদ থেকে ফেলে নির্যাতন

২০
X