

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থল নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সমাবেশস্থলের প্রবেশদ্বারে এবং মূল ফটকের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠবেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ময়মনসিংহ জেলা পুলিশের পাশাপাশি, এপিবিএন, র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব কালবেলাকে বলেন, সোমবার রাত থেকে পুলিশ সার্কিট হাউস মাঠে অবস্থান করেছে। সমাবেশস্থলে নিরাপত্তায় তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর সার্কিট হাউস মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ভালুকা থেকে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরসহ বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন