স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কি না তা এখনো অনিশ্চয়তার ভেলায় ভাসছে। গণমাধ্যমের প্রকাশিত খবর বলছে আজ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে আফ্রিদি-বাবররা। তবে শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সম্প্রচারকারীরা পথে বসে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ঘটনার সূত্রপাত ঘটেছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। প্রথমে ভারতে গিয়ে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি। আইসিসির এই সিদ্ধান্ত ঘোষণার দিনই পাকিস্তানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাকভি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি টুর্নামেন্ট বয়কটের নির্দেশ দেন, তাহলে পিসিবি সেটি বাস্তবায়ন করবে এবং প্রয়োজনে আইসিসি অন্যকোনো দলকে খুঁজে নিতে পারে।’

নাকভির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক পাকিস্তান ব্যাটার বাসিত আলি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্প্রচারকারী সংস্থাগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে, কারণ ভারত-পাকিস্তান ম্যাচটি বিশ্বকাপের সবচেয়ে বড় অর্থনৈতিক আকর্ষণ।

ইউটিউব শো ‘গেম প্ল্যান’-এ বাসিত আলি বলেন, ‘মহসিন নাকভি সংবাদ সম্মেলনে যা বলেছেন, তাতে পুরো বিশ্ব কেঁপে উঠেছে। তিনি বলেছেন, অংশগ্রহণের বিষয়ে আমরা সরকারকে জিজ্ঞেস করব। তার ওই মন্তব্য এখন আইসিসির জন্য সহজ নয়। পাকিস্তানের উচিত বিশ্বকাপ বয়কট না করা, কারণ আমাদের তো ভারতে খেলতে হচ্ছে না। কিন্তু যদি সরকার বলে বাংলাদেশর পাশে দাঁড়াতে হবে, তখন কী হবে?’ এসময় তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা পথে বসে যাবে। পাকিস্তান সরে দাঁড়ালে তাদের জায়গায় কোন দল খেলবে? আর সেই দলের বিপক্ষে ভারতের ম্যাচ কি ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক টানবে?’

এদিকে, আজ সোমবার (২৬ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার কথা রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে এই খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন সফর শেষে আজই লাহোরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। দেশে ফিরেই তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। বৈঠকে বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা, আইসিসির অবস্থান এবং সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি প্রধান। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১০

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১১

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১২

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৩

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৫

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৬

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১৭

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৮

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

১৯

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

২০
X