শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

আগেই আসছে বর্ষা, ভ্যাপসা গরম থাকবে কয়েকদিন

আগেই আসছে বর্ষা, ভ্যাপসা গরম থাকবে কয়েকদিন

ঘূর্ণিঝড় রিমালের আগে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ ছিল। ঝড়ের প্রভাবে দু-তিন দিন স্বস্তি থাকলেও ফের বাড়তে শুরু করেছে গরম। এপ্রিলের শুরু থেকে তীব্র গরমের অনুভূতির সঙ্গে এখনকার অনুভূতির পার্থক্যও আছে। রোদ না থাকলেও ঘেমে ভিজে যাচ্ছে শরীর। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জ্যৈষ্ঠের মাঝামাঝিতে আগামী সপ্তাহেই বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত চলে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের এই অনুভূতি থাকবে আরও কিছুদিন। অন্তত বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, দুদিন টানা বৃষ্টির কারণে বাতাসে ও মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আর এতে করে শরীরের ঘাম শুকাচ্ছে না, অস্বস্তি লাগছে।

গত ২২ মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টির পর গরম বাড়তে থাকে। তিন দিন পর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তার পরদিন সকালে সেটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে। এর প্রভাবে গত রোব ও সোমবার ঝড়-বৃষ্টির কবলে ছিল দেশের বেশিরভাগ অঞ্চল। ২৪ ঘণ্টার বেশি বৃষ্টিতে বাতাসে আর্দ্রতা বেড়েছে। বুধবার মেঘ কেটে যাওয়ায় সূর্য কিরণ সরাসরি পড়ছে, তাতে তাপমাত্রাও বাড়ছে। এমন গরমের সময় আর্দ্রতা বাড়ায় অস্বস্তিকর অনুভূতিও বেড়েছে। শরীর ঘেমে যাচ্ছে অল্পতেই।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সবচেয়ে বেশি ৬২ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে। গতকাল সন্ধ্যায় পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম

বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নিম্নাঞ্চলে বন্যার আভাস: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে থেকে আগামী কয়েক দিনে নদনদীতে পানি বৃদ্ধি এবং অঞ্চলভেদে বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে।

কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা সজল কুমার রায় বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে এবং এর সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া কামনা, তারেক রহমানের কৃতজ্ঞতা

নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব : আবদুল আউয়াল মিন্টু

আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

১০

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

১১

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

১২

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

১৩

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

১৪

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৫

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

১৬

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১৭

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

১৮

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

১৯

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

২০
X