কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:৩৮ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ
সরেজমিন হাসপাতাল

জীবনভর ক্ষত বয়ে বেড়াবে ওরা

জীবনভর ক্ষত বয়ে বেড়াবে ওরা

দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেমে গেছে। সেই আন্দোলন পুঁজি করে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটিও এখন নিয়ন্ত্রণে। সংঘাতে যারা আহত হয়েছেন, তাদের অনেকেই হাসপাতালে শয্যাশায়ী। কারও অস্ত্রোপচার শেষ হয়েছে, কারও কারও আবার প্রয়োজন হচ্ছে অস্ত্রোপচারের। একসময় তারাও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু শরীরে গুলি ও আঘাতের ক্ষতচিহ্ন বয়ে বেড়াতে হবে সারাজীবন। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের কয়েকটি হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে সংঘর্ষে আহতদের চিকিৎসা বিষয়ে খোঁজ নিতে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং রাজারবাগ বাংলাদেশ পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তারা আহতদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে সব ধরনের চিকিৎসা সহায়তা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

সাভারের ব্যাংক মডেল টাউন এলাকার ইশরাক হোসেনের একমাত্র ছেলে ইমন। কারফিউর মধ্যে বন্ধুদের সঙ্গে বাসার সামনের রাস্তায় ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে ফেলেন। সিট খালি না থাকায়

ইমনকে ভর্তি রাখেনি জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। জরুরি বিভাগের তথ্যমতে, নিটোরে এখন আর সিট ফাঁকা নেই। জটিল রোগীও ভর্তি রাখতে পারছে না। কারণ, চলমান সংঘাতে এখানে গুলিবিদ্ধ হয়ে ৮৭ জন ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৪৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো ভর্তি আছেন ৪২ জন। তাদের কয়েকজন বলেন, এই গুলির চিহ্ন আমাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে।

আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্যমতে, গত ১৮ জুলাই থেকে গতকাল পর্যন্ত চলমান সংঘর্ষে চোখে গুলি ও অন্যান্য আঘাত নিয়ে আহত হয়ে ৪২০ জন রোগী এসেছিলেন। তাদের মধ্যে ৩১৪ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে অস্ত্রোপচার করা হয়েছে ২৭৪ জনের। এখনো হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপক জানান, এখানে যারা চিকিৎসাধীন ছিলেন বা আছেন, তাদের অনেকের চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আর কখনোই সারিয়ে তোলা সম্ভব হবে না।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহিংসতায় আহত হয়ে কোনো শিশু ভর্তি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগের চেয়ে রোগীর চাপ কম থাকলেও হাসপাতালটিতে কোনো শয্যা খালি নেই বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. ইয়াসির রহমান। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে আগের চেয়ে শিশু হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। সংকটময় পরিস্থিতির আগে প্রতিদিন গড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ রোগী শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসত। এখন প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ জন রোগী আসছে। তবে হাসপাতালের শয্যাও ফাঁকা নেই। তথ্য প্রকাশের নিষেধাজ্ঞা থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী বলেন, সংঘর্ষে আহত কয়েকজন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১০

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১১

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১২

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৩

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

১৪

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১৫

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

১৭

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১৮

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১৯

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

২০
X