কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে

পরিবর্তিত পরিস্থিতি
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে

পরিবর্তিত পরিস্থিতিতে আত্মগোপনে চলে গেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। শেখ হাসিনার পদত্যাগের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএসহ বড় বড় সংগঠনের শীর্ষ নেতাদের আর আগের মতো জনসমক্ষে এবং সংগঠনে দেখা যাচ্ছে না। এফবিসিসিআইয়ে নির্বাচন পদ্ধতি বাতিল করার কারণে দীর্ঘদিন ধরে সংগঠনে সরকার সমর্থক বা সরকারের পছন্দ অনুযায়ী ব্যবসায়ীরা নেতৃত্ব দিয়ে আসছিলেন। সরকার পতনের পর শীর্ষস্থানীয় নেতাদের কেউ আত্মগোপনে, কেউবা পালিয়ে গেছেন বিদেশে। যদিও কিছু ব্যবসায়ী এখনো জনসমক্ষে কথা বলছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিলেকশন পদ্ধতিতে এফবিসিসিআইর নেতা নির্বাচন করে আসছেন ব্যবসায়ীরা। আওয়ামী লীগ সরকারের সমর্থক বা সরকারঘেঁষা ব্যবসায়ীদের এই সংগঠনের সভাপতিসহ শীর্ষ পদে রাখা হতো। সর্বশেষ এফবিসিসিআইর সভাপতি হন চট্টগ্রামের ব্যবসায়ী মাহবুবুল আলম। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। একই সঙ্গে সরকারপ্রধানের সব ধরনের পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি আর এফবিসিসিআইয়ে আসছেন না। তিনি বর্তমানে চট্টগ্রামে আছেন বলে জানিয়েছেন। এ ছাড়া সহসভাপতি শমী কায়সারকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। আরও অনেক আওয়ামী লীগঘেঁষা পরিচালকও আত্মগোপনে রয়েছেন।

জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কালবেলাকে বলেন, আমি বর্তমানে চট্টগ্রামে আছি। সাবেক প্রধানমন্ত্রীর পদক্ষেপে একাত্মতার বিষয়ে বলেন, ব্যবসায়ীরা সব সরকারে থাকেন। সামনে যে সরকার আসবে, ব্যবসায়ীরা তাদের সঙ্গে কাজ করবেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সভাপতি এসএম মান্নান কচিকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বিজিএমইএর সভাপতির পাশাপাশি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদকও।

আত্মগোপনে রয়েছেন আরেক ক্ষমতাধর ব্যবসায়ী নেতা বিজিএমইএর সাবেক সভাপতি ও রপ্তানিকারক সমিতির সভাপতি সালাম মুর্শেদী। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের প্রভাবশালী নেতা ও সাবেক দুবারের সাবেক সভাপতি সামসুল আলামিন কাজল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। বর্তমান সভাপতি ওয়াহিদুজ্জামানকেও জনসমক্ষে দেখা যাচ্ছে না।

এ ছাড়া আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। ডিসিসিআইর সভাপতি আশরাফ আহমেদ বর্তমানে সংগঠনটির প্রতিনিধি দলের সঙ্গে ভিয়েতনাম সফরে রয়েছেন। বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানকে সামনে দেখা না গেলেও ব্যবসা নিয়ে সরব নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

তবে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জনসমক্ষে না এলেও কালবেলাকে বলেন, যা হয়েছে ভালো হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে চান না তিনি। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট অনেক ব্যবসায়ী নেতা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকে পরিবর্তিত পরিস্থিতির আগেই দেশ ছেড়ে পালিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নুরের সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়ার তথ্য জানালেন রাশেদ

নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে : প্রিন্স

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

দেশের দুর্নীতি কোন পর্যায়ে, জানালেন টিআই চেয়ারম্যান

বাকৃবিতে ‘নাটকীয়’ পরিস্থিতি, ক্যাম্পাস সচল নিয়ে অনিশ্চয়তা

অনুপস্থিত চিকিৎসকের হাজিরা স্বাক্ষর করে ‘ভূত’

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আব্দুল হালিম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

আশুলিয়ায় হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

১০

একটি অপশক্তি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় : হাবিব

১১

৪০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

১২

চাঁদপুরের সবুজ জিতলেন ৬৮ কোটি টাকা

১৩

কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ 

১৪

সাংবাদিকদের ওপর হামলা / আসামিদের জামিন করালেন জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী ফোরামের আহ্বায়ক‎

১৫

মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

১৬

বিদ্যুৎ বিপর্যয়ের মুখে সাড়ে ৬ লাখ গ্রাহক

১৭

রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে : তারেক রহমান 

১৮

চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ / সংসদীয় আসন বাড়ল গাজীপুরে, কমলো বাগেরহাটে

১৯

নুরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

২০
X