কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে

পরিবর্তিত পরিস্থিতি
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে

পরিবর্তিত পরিস্থিতিতে আত্মগোপনে চলে গেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। শেখ হাসিনার পদত্যাগের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএসহ বড় বড় সংগঠনের শীর্ষ নেতাদের আর আগের মতো জনসমক্ষে এবং সংগঠনে দেখা যাচ্ছে না। এফবিসিসিআইয়ে নির্বাচন পদ্ধতি বাতিল করার কারণে দীর্ঘদিন ধরে সংগঠনে সরকার সমর্থক বা সরকারের পছন্দ অনুযায়ী ব্যবসায়ীরা নেতৃত্ব দিয়ে আসছিলেন। সরকার পতনের পর শীর্ষস্থানীয় নেতাদের কেউ আত্মগোপনে, কেউবা পালিয়ে গেছেন বিদেশে। যদিও কিছু ব্যবসায়ী এখনো জনসমক্ষে কথা বলছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিলেকশন পদ্ধতিতে এফবিসিসিআইর নেতা নির্বাচন করে আসছেন ব্যবসায়ীরা। আওয়ামী লীগ সরকারের সমর্থক বা সরকারঘেঁষা ব্যবসায়ীদের এই সংগঠনের সভাপতিসহ শীর্ষ পদে রাখা হতো। সর্বশেষ এফবিসিসিআইর সভাপতি হন চট্টগ্রামের ব্যবসায়ী মাহবুবুল আলম। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। একই সঙ্গে সরকারপ্রধানের সব ধরনের পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি আর এফবিসিসিআইয়ে আসছেন না। তিনি বর্তমানে চট্টগ্রামে আছেন বলে জানিয়েছেন। এ ছাড়া সহসভাপতি শমী কায়সারকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। আরও অনেক আওয়ামী লীগঘেঁষা পরিচালকও আত্মগোপনে রয়েছেন।

জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কালবেলাকে বলেন, আমি বর্তমানে চট্টগ্রামে আছি। সাবেক প্রধানমন্ত্রীর পদক্ষেপে একাত্মতার বিষয়ে বলেন, ব্যবসায়ীরা সব সরকারে থাকেন। সামনে যে সরকার আসবে, ব্যবসায়ীরা তাদের সঙ্গে কাজ করবেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সভাপতি এসএম মান্নান কচিকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বিজিএমইএর সভাপতির পাশাপাশি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদকও।

আত্মগোপনে রয়েছেন আরেক ক্ষমতাধর ব্যবসায়ী নেতা বিজিএমইএর সাবেক সভাপতি ও রপ্তানিকারক সমিতির সভাপতি সালাম মুর্শেদী। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের প্রভাবশালী নেতা ও সাবেক দুবারের সাবেক সভাপতি সামসুল আলামিন কাজল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। বর্তমান সভাপতি ওয়াহিদুজ্জামানকেও জনসমক্ষে দেখা যাচ্ছে না।

এ ছাড়া আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। ডিসিসিআইর সভাপতি আশরাফ আহমেদ বর্তমানে সংগঠনটির প্রতিনিধি দলের সঙ্গে ভিয়েতনাম সফরে রয়েছেন। বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানকে সামনে দেখা না গেলেও ব্যবসা নিয়ে সরব নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

তবে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জনসমক্ষে না এলেও কালবেলাকে বলেন, যা হয়েছে ভালো হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে চান না তিনি। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট অনেক ব্যবসায়ী নেতা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকে পরিবর্তিত পরিস্থিতির আগেই দেশ ছেড়ে পালিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় কেউই এড়াতে পারে না : ইএবি

ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে : ইসি সচিব

বড়দের আচরণে ক্ষতি হয় শিশুর

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

প্রকল্প সংস্কৃতি বিবিএসকে মূল কাজ থেকে বিচ্যুত করেছে: টাস্কফোর্সের প্রতিবেদন

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

অযত্নে নষ্ট অর্ধকোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

সুপেয় পানির সংকট মোকাবিলায় ট্যাংক বিতরণ

১০

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে : রাশেদ খান

১১

শিবালয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও জনসমাবেশ

১২

বিষাক্ত বাতাসে আচ্ছন্ন শহর, দূষণ ১৬ গুণ বেশি

১৩

‘শহীদ শামসুজ্জোহার চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই’

১৪

ফাঁদ পেতে অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে ধরা

১৫

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ এ্যানির

১৬

শুঁটকি উপকারী না ক্ষতিকর? কী বলছেন পুষ্টিবিদ

১৭

ভারত / প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন

১৮

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজও

১৯

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা : রিজভী

২০
X