কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে

পরিবর্তিত পরিস্থিতি
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে

পরিবর্তিত পরিস্থিতিতে আত্মগোপনে চলে গেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। শেখ হাসিনার পদত্যাগের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএসহ বড় বড় সংগঠনের শীর্ষ নেতাদের আর আগের মতো জনসমক্ষে এবং সংগঠনে দেখা যাচ্ছে না। এফবিসিসিআইয়ে নির্বাচন পদ্ধতি বাতিল করার কারণে দীর্ঘদিন ধরে সংগঠনে সরকার সমর্থক বা সরকারের পছন্দ অনুযায়ী ব্যবসায়ীরা নেতৃত্ব দিয়ে আসছিলেন। সরকার পতনের পর শীর্ষস্থানীয় নেতাদের কেউ আত্মগোপনে, কেউবা পালিয়ে গেছেন বিদেশে। যদিও কিছু ব্যবসায়ী এখনো জনসমক্ষে কথা বলছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিলেকশন পদ্ধতিতে এফবিসিসিআইর নেতা নির্বাচন করে আসছেন ব্যবসায়ীরা। আওয়ামী লীগ সরকারের সমর্থক বা সরকারঘেঁষা ব্যবসায়ীদের এই সংগঠনের সভাপতিসহ শীর্ষ পদে রাখা হতো। সর্বশেষ এফবিসিসিআইর সভাপতি হন চট্টগ্রামের ব্যবসায়ী মাহবুবুল আলম। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। একই সঙ্গে সরকারপ্রধানের সব ধরনের পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি আর এফবিসিসিআইয়ে আসছেন না। তিনি বর্তমানে চট্টগ্রামে আছেন বলে জানিয়েছেন। এ ছাড়া সহসভাপতি শমী কায়সারকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। আরও অনেক আওয়ামী লীগঘেঁষা পরিচালকও আত্মগোপনে রয়েছেন।

জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কালবেলাকে বলেন, আমি বর্তমানে চট্টগ্রামে আছি। সাবেক প্রধানমন্ত্রীর পদক্ষেপে একাত্মতার বিষয়ে বলেন, ব্যবসায়ীরা সব সরকারে থাকেন। সামনে যে সরকার আসবে, ব্যবসায়ীরা তাদের সঙ্গে কাজ করবেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সভাপতি এসএম মান্নান কচিকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বিজিএমইএর সভাপতির পাশাপাশি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদকও।

আত্মগোপনে রয়েছেন আরেক ক্ষমতাধর ব্যবসায়ী নেতা বিজিএমইএর সাবেক সভাপতি ও রপ্তানিকারক সমিতির সভাপতি সালাম মুর্শেদী। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের প্রভাবশালী নেতা ও সাবেক দুবারের সাবেক সভাপতি সামসুল আলামিন কাজল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। বর্তমান সভাপতি ওয়াহিদুজ্জামানকেও জনসমক্ষে দেখা যাচ্ছে না।

এ ছাড়া আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। ডিসিসিআইর সভাপতি আশরাফ আহমেদ বর্তমানে সংগঠনটির প্রতিনিধি দলের সঙ্গে ভিয়েতনাম সফরে রয়েছেন। বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানকে সামনে দেখা না গেলেও ব্যবসা নিয়ে সরব নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

তবে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জনসমক্ষে না এলেও কালবেলাকে বলেন, যা হয়েছে ভালো হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে চান না তিনি। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট অনেক ব্যবসায়ী নেতা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকে পরিবর্তিত পরিস্থিতির আগেই দেশ ছেড়ে পালিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৭ / পার্থর সঙ্গে লড়বেন তাসনূভা জাবীন

আইপিএল: নিলামে কোন দল কত খরচ করতে পারবে

কেন রণবীরকে ‘নির্লজ্জ’ বললেন পীযূষ মিশ্র!

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এনসিপির প্রার্থী

সালাহউদ্দিন আহমদের আসনে এনসিপির প্রার্থী হলেন যিনি

সিলেটের ভাষায় সমর্থকদের যা বললেন আমির

ফেসবুক অ্যাপে আবারও বড় পরিবর্তন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার

১০

আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব

১১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সিইসিসহ কমিশনাররা 

১২

বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল

১৩

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

১৪

কাজের সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন শুক্কুর

১৫

বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম

১৬

কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ৩ ক্রিকেটার, জানা গেল কারণ

১৭

আগুনে পুড়ল ঝুট গুদামসহ ১৩টি দোকান 

১৮

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন হান্নান মাসউদ-সারোয়ার তুষার    

১৯

এই ৬ অভ্যাস নীরবে ক্ষতিগ্রস্ত করছে আপনার মেরুদণ্ডকে

২০
X