শফিকুল ইসলাম
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলাতে হিমশিম বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গে শতাধিক বহিষ্কার
বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলাতে হিমশিম বিএনপি

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপির হাইকমান্ড। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়ায় অনেকের মধ্যেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের ওপর প্রতিশোধস্পৃহা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটাচ্ছেন তারা। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে জমি, দোকান ও মার্কেট দখল, চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ওপর হামলাসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করায় সারা দেশে শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এরপরও নেতিবাচক কর্মকাণ্ড পুরোপুরি থামানো যাচ্ছে না। এ কারণে বিএনপির শীর্ষ নেতারা চিন্তিত এবং বিব্রত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অবশ্য বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। বিরোধী দলের নেতাকর্মীদের অবস্থা ছিল ছিন্নভিন্ন। দীর্ঘ প্রায় দেড় যুগ পর শেখ হাসিনা ও তার সরকারের পতন হলে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের অনেকেই হাইব্রিড। যারা এতদিন দলের দুর্দিনে পাশে ছিলেন না, তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে। এসব ব্যাপারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি কোথাও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তাহলে তাকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাতে বলা হয়েছে।

জানা যায়, শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের ঘরবাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর অবস্থান নেয় বিএনপি। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক। সারা দেশে নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বলেছেন, কেউ যদি চাঁদা দাবি করে, বেঁধে রেখে তাকে যেন ফোন দেওয়া হয় অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, শেখ হাসিনার পতনের পর দেশের পরিস্থিতি এমন অবস্থানে গেছে যে, দলীয় নেতাকর্মীদের সামলানো যাচ্ছে না। এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব বিব্রত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক নেতাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ কালবেলাকে বলেন, ‘ছাত্রজনতার জীবন ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা। এই বিজয় কোনোভাবেই হাতছাড়া করতে দেওয়া হবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করবেন। কিন্তু এই সময়ের মধ্যে বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায় কাজে যুক্ত হলে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বা ওয়ার্ড বিএনপির কোনো নেতার নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে, তাকে ধরিয়ে দেওয়ার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগর দক্ষিণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অনৈতিক সুবিধা দাবি করে, তৎক্ষণাৎ তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করুন।’

একই সঙ্গে তার রাজনৈতিক পরিচয়সহ মহানগরের আহ্বায়ক, সদস্য সচিব এবং দপ্তরে অবহিত করার জন্য জনসাধারণকে অনুরোধও জানিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। বিশেষ নির্দেশনার এ বিজ্ঞপ্তিতে মহানগর দক্ষিণের আহ্বায়ক ০১৭৯০৪৩৫৪১৩, সদস্য সচিব ০১৯১৬৩৬৪৬৯৭ এবং দপ্তর ০১৭৮৯২৫২০২৮, ০১৭১৫৭৬৭৬৫৫ এই নম্বরে জানাতে বলা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘কিছু দুষ্কৃতকারী, কিছু নব্য বিএনপি দলের নাম ভাঙিয়ে বদনাম ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এই লোকগুলোই লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিশৃঙ্খলা তৈরি করছে। কেউ যাতে এ ধরনের কাজ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আর কেউ করার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ বা সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে। কেননা, চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজের বিরুদ্ধে বিএনপির নীতি জিরো টলারেন্স।’

তিনি বলেন, ‘যেখানে চাঁদাবাজি ও লুটতরাজের কথা শুনছি, সেখানেই সশরীরে যাওয়ার চেষ্টা করছি। প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনো চাঁদাবাজি-দখলদারিত্ব চলবে না।’

শৃঙ্খলা ভঙ্গে শতাধিক বহিষ্কার:

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে গত রোববার বিএনপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে ওইদিন গাজীপুর ও সাতক্ষীরা জেলা যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শতাধিক জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে যুবদলের প্রায় ৬০, ছাত্রদলের ১০, বিএনপির ১৫ ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন রয়েছেন। এ ছাড়া তিন জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শাস্তি পাওয়া নেতারা ঢাকা মহানগর, বগুড়া, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, পঞ্চগড়, গাজীপুর, চট্টগ্রাম, নরসিংদী, নোয়াখালী, ঝিনাইদহ, লালমনিরহাট ও লক্ষ্মীপুর জেলার বলে দলীয় সূত্র জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত

টানা বৃষ্টি কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা দম্পতি

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ

যুদ্ধ বন্ধে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা

যমুনা সেতুতে কাভার্ডভ্যান-ট্রাক-পিকআপের সংঘর্ষ

’৭১ সালের অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি ইসহাক দারের

১০

ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন একশর বেশি টেস্ট খেলা তারকা ক্রিকেটার

১১

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত চালকদের বিশ্রামাগার নিজেই বিশ্রামে

১২

সপ্তাহে দুদিন ছুটিসহ রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

১৩

পুরো শরীর ‘প্লাস্টিকের তৈরি’ বলায় খেপে গেলেন মৌনি

১৪

ইনডোর গার্ডেনিং শুরু করতে বেছে নিন এই ৭ গাছ

১৫

বরখাস্ত এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৬

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

১৭

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

নতুন মাইলফলক / এমআইই পাথওয়েজের প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি উদযাপন

১৯

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

২০
X