

বিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথমে ব্যাট করতে নামছে রাজশাহী ওয়ারিয়র্স।
এই ম্যাচে রাজশাহীর বড় চমক কেন উইলিয়ামসন। প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামছেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার। ব্ল্যাক ক্যাপসদের সাবেক এই অধিনায়ক আজ সকালেই ঢাকায় এসেছেন। দীর্ঘ ভ্রমণ ক্লান্তিকে পাত্তা না দিয়ে মাত্র কয়েক ঘণ্টার বিরতি নিয়ে সন্ধ্যায়ই নেমে পড়লেন মাঠে। তাকে নিয়েই একাদশ সাজিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
রাজশাহী ওয়ারিয়র্স : নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মেহরব হাসান, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান, আবদুল গাফফার, সাহিবজাদা ফারহান, কেইন উইলিয়ামসন, বিনুরা ফার্নান্দো ও জিমি নিশাম।
সিলেট টাইটানস : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন, জাকির হাসান, স্যাম বিলিংস, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।
মন্তব্য করুন