কাজের ফাঁকে একটু ঘুমিয়ে পড়েছিল সে। আর খাবারের বাটিতে ভুলবশত প্রস্রাব করে দিয়েছিল। এই সামান্য অপরাধে চার মাস বয়সী এক পুলিশ কুকুরের বছরের শেষের বোনাস কেটে নিল কর্তৃপক্ষ! ছোট্ট কাঁধে বড় বোঝা নিয়েও লঘু পাপে গুরুদণ্ড পেতে হলো এই খুদে চাকরিজীবীটিকে।
চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে এই মন খারাপ করা খবরটি। করগি প্রজাতির এই কুকুরের নাম ফুজাই। জন্মের পরই চীনের উত্তরের শানডং প্রদেশের উইফাং পুলিশ কুকুর প্রশিক্ষণ ঘাঁটিতে যোগ দেয় সে। গত বছরের জানুয়ারিতে চার মাস বয়সে ফুজাই বিস্ফোরক শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করে। এর কয়েকমাসের মধ্যেই চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় ফুজাই। ‘কর্গি পুলিশ কুকুর ফুজাই এবং সেটির সহযোদ্ধারা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে তার নানা কর্মকাণ্ডের ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। সমাজ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা প্রায় চার লাখ।
উইফাং পাবলিক সিকিউরিটি ব্যুরো পরিচালিত ওই অ্যাকাউন্ট থেকে ফুজাইয়ের কাজের মূল্যায়ন এবং বোনাস কেটে নেওয়ার ঘটনাটিও শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ফুজাইয়ের সারা বছরের কাজের মূল্যায়ন চলছে। সে বসে আছে একজন পুলিশ কর্মকর্তার সামনে। পুলিশ কর্মকর্তা দেখাচ্ছেন, বছরজুড়ে তার কাজ ও সেবার জন্য তাকে কী কী পুরস্কার দেওয়া হবে। ফুজাইয়ের সামনে একটি লাল ফুল, টিনজাত খাবার এবং খেলনা রাখা।
পুলিশ কর্মকর্তা বলছেন, ‘তুমি এ বছর খুব ভালো করেছ। তুমি পুলিশ কুকুরের প্রশিক্ষণের চতুর্থ ধাপ পাস করে গেছ। শুধু তা-ই নয়, তুমি সাফল্যের সঙ্গে নিরাপত্তা প্রশিক্ষণের নানা ধাপ উতরে গেছ। কিন্তু তোমার সাম্প্রতিক কিছু আচরণ—কাজের জায়গায় ঘুমিয়ে পড়া, এমনকি তোমার নিজের খাবার পাত্রে প্রস্রাব করে দেওয়ার নিন্দা জানাচ্ছি আমরা এবং জরিমানা হিসেবে তোমার খাবার বাজেয়াপ্ত করছি। তুমি শুধু লাল ফুলটি রাখতে পারবে।’ পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নানা মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর। আর বেশিরভাগ মন্তব্যই ফুজাইয়ের প্রতি সমবেদনা জানিয়ে।