শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিষাক্ত হাতিরঝিলের পানি, পচা মাছের গন্ধ

হাতিরঝিলের পানিতে ভেসে ওঠা মরা মাছ। ছবি : সংগৃহীত
হাতিরঝিলের পানিতে ভেসে ওঠা মরা মাছ। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের পানি বিষাক্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। ঝিলজুড়ে দূষিত পানির উৎকট গন্ধের অভিযোগ দীর্ঘদিনের। রয়েছে মশার যন্ত্রণাও। নেই পরিচ্ছন্ন পরিবেশ। প্রতিনিয়ত বাসাবাড়ির পয়ঃবর্জ্য, শিল্পের বর্জ্য আর কারওয়ান বাজারের মাছের আড়তের পানি ঢুকছে হাতিরঝিলে। ফলে নোংরা হচ্ছে হাতিরঝিল; পরিবেশ দূষণ হয়ে বাড়ছে দুর্গন্ধ। ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসা দর্শনার্থী ও পথচারীরা নাকে রুমাল চেপে ঝিলের সৌন্দর্য উপভোগ করছেন।

সরেজমিন দেখা যায়, হাতিরঝিলে হাজারো মাছ মরে পড়ে আছে। মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন পরিস্থিতি সামাল দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মীরা মরা মাছ তুলে লেকের পাড়ে মাটিচাপা দিয়েছেন। তার পরও পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। মরা মাছ সবচেয়ে বেশি ভেসে উঠছে হোটেল সোনারগাঁওয়ের পেছনের অংশে। ঝিলের অন্য স্থানগুলোতেও দু-একটি মরা মাছ ভাসতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাতিরঝিলের কারওয়ান বাজারের অংশ ভরাট করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের কাছে ভরাট করা হয়েছে। এ অংশের পিলার তুলতে লেকের একটি অংশ ভরাট করা হবে। যে কারণে লেকের এ অংশ একটি বিচ্ছিন্ন ডোবায় পরিণত হয়েছে। মাটি ভরাট করে ঝিল বন্ধ করে দেওয়ায় পানি বিষাক্ত হয়ে গেছে। তাই মাছ মারা যাচ্ছে। মাটি ভরাটের পর থেকেই সোনারগাঁও হোটেলের পেছনের পানির গুণগত মান খারাপ হতে থাকে। দুর্গন্ধ ছড়াতে থাকে বাতাসে। ধীরে ধীরে এ পানি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠে।

রাজউকের কর্মীরা জানান, বৃষ্টির পানি লেকে পড়ার পর থেকেই মাছ মরা শুরু হয়েছে। তাদের ধারণা, কাঁঠালবাগান কালভার্ট থেকে পানির ঢল নেমে আসে। নেমে আসা এসব পানি বিষাক্ত। মাটি ভরাটের কারণে পানি চলাচল বন্ধ রয়েছে। আর আবদ্ধ থাকায় পানি দূষিত হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এক্সপ্রেসওয়ের খুঁটির জন্য লেক ভরাট করা হচ্ছে। লেকের সঙ্গে পাশের পার্কেও এক্সপ্রেসওয়ের খুঁটি গাড়া হবে। মাটি ভরাটের ফলে পানি চলাচল বন্ধ রয়েছে। অনেক দিন আবদ্ধ থাকায় পানি দূষিত হয়ে পড়েছে।

হাতিরঝিলের এফডিসি অংশে কথা হয় দিলারা বেগম-শাহিনুজ্জামান দম্পতির সঙ্গে। তারা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে হাতিরঝিলের একটা অংশ ধুলায় আচ্ছন্ন। এই অংশে হাঁটা যায় না। বৃষ্টি হলে তো আর কথাই নেই। পিচঢালা রাস্তায় থাকা মাটি-পানি মিশে একাকার অবস্থা। পুলিশ প্লাজা থেকে এফডিসি মোড়ে ওয়াটার ট্যাক্সিতে আসার অভিজ্ঞতা জানাতে গিয়ে তারা বলেন, বাতাসে তীব্র গন্ধ। পানিতে পচা গন্ধ, যেন সোয়ারেজের লাইন যুক্ত। তবে এফডিসির এই অংশে গন্ধ আরও তীব্র। পচা মাছের গন্ধে যেন এলাকার পচন ধরেছে। নাক চেপেও হাঁটার উপায় নেই।

শাহিনুজ্জামান বলেন, হাঁটাহাঁটি, ঘুরে বেড়ানোর জন্য রাজধানীর নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন এখানে। এখন যে পরিবেশ হয়েছে তাতে বেড়াতে আসা কঠিন হয়ে পড়েছে।

এদিকে গুলশান লেক, কারওয়ান বাজার ও বেগুনবাড়ী দিয়ে হাতিরঝিলের পানিতে প্রতিনিয়ত ঢুকছে ময়লা পানি। দূষিত পানির ওপর দিয়ে প্রতিদিন চলছে ওয়াটার ট্যাক্সি। এ থেকে সৃষ্ট ঢেউয়ের কারণে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় নাকাল দর্শনার্থী-পথচারী ও আশপাশের বাসিন্দারা। এ ছাড়া পানিতে সবসময় পচা ময়লা-আবর্জনা ভাসতে দেখা যায়। তা ছাড়া লেকজুড়ে পানিতে ভাসতে দেখা যায় গৃহস্থালির ময়লা-আবর্জনা, দর্শনার্থীদের ফেলা বিভিন্ন খাবারের উচ্ছিষ্ট, চানাচুর ও চিপসের প্যাকেট, পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা। কয়েকটি ড্রেন দিয়ে আশপাশের এলাকার পচা আবর্জনা ঝিলে প্রবেশ করে নষ্ট করছে পানির স্বচ্ছতা।

ঢাকা শহরের বৃষ্টির পানি প্রথমে গিয়ে পড়ে সিটি করপোরেশনের নালায়। তা থেকে সেই পানি ঢাকা ওয়াসার নিষ্কাশন নালা হয়ে নদী, খাল বা লেকে পড়ে। আর বাসাবাড়ির গৃহস্থালির বর্জ্য, মনুষ্য বর্জ্য ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইন হয়ে চলে যাওয়ার কথা শোধনাগারে। তবে রাজধানীর বেশিরভাগ এলাকায় স্যুয়ারেজ লাইন না থাকায় পয়ঃবর্জ্যের সংযোগ দেওয়া হচ্ছে পানি নিষ্কাশন লাইনে। হাতিরঝিলে কেবল বৃষ্টির পানি আসার কথা থাকলেও পানি নিষ্কাশন লাইন হয়ে এসব বর্জ্য চলে আসছে।

রাজউক জানিয়েছে, তেজগাঁও, মহাখালী, পান্থপথ, কারওয়ান বাজার, কাঁঠালবাগান, মধুবাগ, নিকেতনসহ কয়েকটি এলাকার বৃষ্টির পানি ১১টি পয়েন্ট হয়ে হাতিরঝিলে পড়ে। হাতিরঝিলের এসব স্থানে সলিড স্যুয়ারেজ ডাইভারশন স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে। সবচেয়ে বেশি পানি আসে সোনারগাঁও হোটেলের পেছনে পান্থপথের দিক থেকে আসা বক্স কালভার্ট হয়ে। এ বক্স কালভার্ট হয়ে পানিতে বেশি দূষিত হচ্ছে হাতিরঝিলের পানি। স্যুয়ারেজের বর্জ্য যেন হাতিরঝিলে না পড়ে, সেজন্য হাতিরঝিল প্রকল্পের দুপাশ ঘেঁষে দুটি লাইন চলে গেছে। প্রতিটি লাইনে ছয় ফুট ব্যাসের দুটি করে পাইপ বসানো হয়েছে। বিভিন্ন এলাকার পয়ঃবর্জ্য সংযোগ এই দুটি পাইপলাইনের মাধ্যমে রামপুরা হয়ে দাসেরকান্দিতে ঢাকা ওয়াসার পয়ঃশোধনাগারে চলে যাওয়ার কথা। তবে দাসেরকান্দির ওই শোধনাগার এখনো চালু হয়নি। ফলে পয়ঃবর্জ্য চলে আসছে হাতিরঝিলে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, কাঁঠালবাগান থেকে একটি কালভার্ট সোনারগাঁও হোটেলের পেছনে এসে পড়েছে। সেখানে কালভার্টের মুখে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে। এর মাধ্যমে ময়লা পানি পরিষ্কার হয়ে লেকে পড়বে। কিন্তু কোনো কারণে এটির ব্যত্যয় হওয়ায় লেকের মধ্যে ময়লা পড়েছে। আর ময়লা পানির কারণেই মাছ মারা গেছে। তিনি বলেন, হাতিরঝিলের ওপরে মাটি ভরাট করে এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে। সম্ভবত এ কারণেই ট্রিটমেন্ট বন্ধ করে রাখা হয়েছে।

রাজউকের হাতিরঝিল প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, কাঁঠালবাগান ঢাল থেকে ময়লা পানি আসায় মাছ মারা গেছে। তবে এ মাছ আমাদের ছাড়া নয়। লেকের মধ্যেই জন্ম নিয়েছে।

অন্যদিকে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, হাতিরঝিল ভরাট করে উন্নয়ন কর্মকাণ্ড করা অন্যায়। দ্রুত হাতিরঝিলের প্রতিবন্ধকতা দূর করতে হবে। পরিবেশবান্ধব উন্নয়ন করতে হবে। তা না হলে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।

২০০৭ সালে হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়, যা শেষ হয়েছে ২০১৯ সালে। এ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ২ হাজার ২৩৬ কোটি টাকা। ৩১১ একর জমি নিয়ে গড়ে তোলা দৃষ্টিনন্দন এ পুরো স্থাপনা ২০২১ সালের ৩০ জুন রাজউককে বুঝিয়ে দেয় সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ভিকটিমকে খুঁজছে পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১০

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১১

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১২

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১৩

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৪

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৫

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৬

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৭

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৮

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৯

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

২০
X