বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

বগুড়ার জিয়াবাড়ি। ছবি : কালবেলা
বগুড়ার জিয়াবাড়ি। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের জিয়া বাড়িতে এখন সাজ সাজ রব চলছে। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তার আগমন ঘিরে উত্তরবঙ্গের এই জনপদে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়াবাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের চার দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে অর্থাৎ ১৪ জানুয়ারি তিনি গাবতলীর বাগবাড়িতে অবস্থিত তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিটায় আসবেন। তার এই সফরকে সামনে রেখে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জিয়াবাড়িতে চলছে ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ। সরেজমিন দেখা যায়, মূল ফটক থেকে শুরু করে পুরো আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, লাগানো হচ্ছে হরেক রকমের ফুলের চারা।

জিয়াবাড়ির এই কর্মযজ্ঞ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগবাড়িতে। ঢাকা থেকে আসা পর্যটক শারমিন জাহান মিতু বলেন, জিয়াউর রহমানের এই বাড়ির কথা অনেক শুনেছি; কিন্তু আসা হয়নি কখনো। তাই তারেক রহমান আসছেন শুনে বাড়িটি দেখতে এলাম। এখানে এক ধরনের অন্যরকম আবেগ কাজ করছে।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, বগুড়ার সন্তান তারেক রহমানকে সামনে থেকে দেখার জন্য আমরা কয়েক বছর ধরে অপেক্ষায় আছি। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।

কেয়ারটেকার আলহাজ আব্দুস সাত্তার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বেগম জিয়া ও তারেক রহমানের অনেক স্মৃতি এই বাড়িতে মিশে আছে। তারেক রহমান এলে আমাকে দূরে থেকে দেখেই চিনতে পারবে। তার ফেরার পথ চেয়েই তো এতগুলো দিন কাটিয়ে দিলাম।

প্রস্তুতির বিষয়ে বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস বলেন, তারেক রহমান আমাদের বগুড়ার গর্ব। দীর্ঘ ১৯ বছর পর তিনি তার শেকড়ে ফিরছেন। শুধু বিএনপি পরিবার নয়, পুরো বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে আছে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাইয়ের নির্দেশনায় জিয়াবাড়িকে নতুন করে সাজাচ্ছি যাতে তিনি এসে এক টুকরো প্রশান্তি পান।

দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। সফরের শেষ লগ্নে পৈতৃক ভিটায় তার এই অবস্থানকে ঘিরে গাবতলী ও সারিয়াকান্দি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণ দোয়া মাহফিলে জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। তিনি বলেন, তারেক রহমান ১১ জানুয়ারি রাত ৮টার দিকে বগুড়ায় আসবেন। রাতে তিনি হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন।

এ ছাড়াও তিনি বগুড়ার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে পারেন। যেহেতু তিনি বগুড়া-৬ আসনের প্রার্থী।

বিএনপি নেতাদের ধারণা, এই কর্মসূচিতে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম হতে পারে। বড় এই জমায়েত সামনে রেখে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। দলীয় কর্মসূচির পাশাপাশি বগুড়া পৌরসভার পক্ষ থেকেও শহরের প্রধান সড়কগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে।

তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ট্রাফিক) আতাউর হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ও কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাক কিংবদন্তি

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

১০

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

১১

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

১২

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

১৩

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১৪

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১৬

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

১৭

দাম বৃদ্ধির পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৮

এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি

১৯

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

২০
X