স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে লক্ষ্য করে বিসিবির সেই পরিচালকের নতুন পোস্ট

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হলো বিসিবির এক পরিচালকের নতুন ফেসবুক পোস্টে। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে উদ্দেশ্য করে ফের মন্তব্য করেছেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম—যা নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে নাজমুল ইসলাম দাবি করেন, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট দল ভারতে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি গুরুত্ব পেয়েছে। তার ভাষায়, ক্রীড়া উপদেষ্টা পরিস্থিতি বিবেচনায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টাও সেই অবস্থানকে সমর্থন করেছেন।

এই প্রেক্ষাপটে তিনি লেখেন, এমন পরিস্থিতিতে “দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫ হাজার রান করা এক কিংবদন্তি ক্রিকেটার ভারতীয়দের পক্ষে কথা বলেছেন”—এটি তার ব্যক্তিগত মতামত বলেও উল্লেখ করেন এবং মন্তব্যটি ভিন্নভাবে না নিতে অনুরোধ জানান।

এর আগের দিনও তামিমকে ঘিরে একটি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন নাজমুল ইসলাম। সিটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তামিমের দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি সেখানে তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেন। পরে সেই পোস্টটি মুছে ফেললেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে তামিম বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আয়ের বড় অংশ আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে, তাই বিশ্বকাপ খেলা বা না খেলার মতো সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করা জরুরি। একই সঙ্গে তিনি প্রকাশ্যে ভিন্ন ভিন্ন মন্তব্য না করে বোর্ডের ভেতরে আলোচনা সেরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরামর্শ দেন।

এই বিতর্কের পটভূমিতে রয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। গত আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআর মুস্তাফিজকে দলে নিলেও, ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আপত্তির মুখে বিসিসিআই এর নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি তাকে বাদ দিতে বাধ্য হয়। এরপর নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাতে অনাগ্রহী অবস্থান নেয় বিসিবি এবং বিষয়টি আইসিসিকেও জানায়।

সব মিলিয়ে, মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হয়ে তামিমকে ঘিরে বিসিবি পরিচালকের মন্তব্য—এই ধারাবাহিকতায় দেশের ক্রিকেটে উত্তাপ কমার বদলে আরও বেড়েই চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এখন মাদকসেবীদের আঁখড়া

যে কৌশলে বুঝবেন খেজুরের গুড় আসল নাকি নকল

তীব্র শীতে বেড়েছে পিঠার চাহিদা

হাইমচর সমিতির সভাপতি আজাদ, সম্পাদক মাহবুব

আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশ, কী হচ্ছে ইরানে

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না : তারেক রহমান 

‘আমরা রাস্তা চাই না, জমি না থাকলে না খেয়ে মরতে হবে’

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

১০

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

১১

অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন

১২

শোধনাগার বন্ধ, পানি সংকটে ৬০০ পরিবার

১৩

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

১৪

যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীর বিরতি চাইছে

১৫

কারাগারে হাজতির মৃত্যু

১৬

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

১৭

১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন 

১৮

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহজালাল 

১৯

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

২০
X