রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঘুষ না দেওয়ায় বাদীকে থানায় নিয়ে পেটালেন পুলিশ কর্মকর্তা

ঘুষ না দেওয়ায় বাদীকে থানায় নিয়ে পেটালেন পুলিশ কর্মকর্তা

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। এ ঘটনায় ওই ব্যবসায়ী অভিযোগ দিতে তার ম্যানেজারকে থানায় পাঠালে তাকে সেখানেই বেধড়ক পেটান পুলিশের ওই কর্মকর্তা। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পুলিশ মামলা নিলেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের নাম বাদ দেওয়া হয়।

পুলিশের এ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন লিপি খান ভরসা নামে স্থানীয় এক ব্যবসায়ী। তার অভিযোগ, মামলা থেকে বাঁচাতে অমিত বণিক নামে আরেক ব্যবসায়ীর মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেছেন পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার। এ ঘটনায় শিবলী কায়সার, অমিত বণিক ও কামরুল ভরসার নামে মামলা করতে তার ম্যানেজার পলাশ হাসানকে বৃহস্পতিবার বিকেলে থানায় পাঠান তিনি।

পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন লিপি খান ভরসা। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে শিবলী কায়সারের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত অমিত বণিককে কোতোয়ালি থানায় ডেকে নেয় পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। খবর পেয়ে বিকেল ৫টার দিকে থানায় আসেন উপপুলিশ কমিশনার শিবলী কায়সার। তিনি সেখানে এসেই পলাশ হাসানের ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাকে গুলি করতে কর্তব্যরত এক কনস্টেবলের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় থানায় উপপুলিশ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

লিপি খান ভরসা জানান, ম্যানেজার পলাশকে থানায় পাঠানোর পর থেকে তার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেননি। ঘটনার দিন রাত ৩টার দিকে পুলিশ পলাশকে তার বাসায় পৌঁছে দিয়েছে। মারধরের কারণে তার শরীরে ব্যথা আছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। অভিযোগকারীর দায়ের করা মামলায় অমিত বণিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

ওই সময় থানায় উপস্থিত থাকা পুলিশের উপকমিশনার (অপরাধ) হাবিবুর রহমান ঘটনার কথা স্বীকার করেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, কে বা কারা তাকে (শিবলী কায়সার) তথ্য দিয়েছিল, তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হতে যাচ্ছে, সেখানে তার নাম আছে। এটা শুনে শিবলী ৫টা বা পৌনে ৫টার দিকে কোতোয়ালি থানায় আসেন। এতে তিনি উত্তেজিত হন এবং মামলার বাদীর সঙ্গে তার অপ্রীতিকর ঘটনা ঘটে। একপর্যায়ে বেশি উত্তেজিত হয়ে কর্তব্যরত সেন্ট্রির (থানার নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল) রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন উপস্থিত সবাই তাকে নিবৃত্ত করেন।’

হাবিবুর রহমান আরও বলেন, ‘থানার ভেতরে উপপুলিশ কমিশনার শিবলী কায়সারের কর্মকাণ্ডে একটি জিডি করা হয়েছে। এ ছাড়া পুরো ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলী কায়সার নগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে ‘অপরাধ’ থেকে প্রত্যাহার করে ‘ক্রাইম অ্যান্ড অপসে’ সংযুক্ত করা হয়। ঘুষ দাবি ও বাদীকে মারধরের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘যা হয়েছিল ওখানে এটা গোপন করার কিছু নেই। ওখানে সিনিয়র অফিসার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। আমি তাকে রিপোর্ট দিতে বলেছি। বিষয়টি তদন্তাধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে না তো!

১০

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১১

বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা

১২

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল 

১৩

চাকসুতে চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাচ্ছেন রাকিব

১৪

শীত আসছে, এসির যেসব কাজ না করলে বিপদ

১৫

প্রকাশ্যে এলো কারিনার সৌন্দর্যের গোপন রহস্য

১৬

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ পোস্ট কমান্ডারসহ আটক ২

১৭

ঢাকা থেকে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার 

১৮

মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা!

১৯

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

২০
X