আলী ইব্রাহিম
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ জমার ৬ ডিএম ভুয়া

তদন্ত প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ জমার ৬ ডিএম ভুয়া

ঢাকা কাস্টম হাউসের আলোচিত স্বর্ণ গায়েবের ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নথিতে সিল থাকলেও কোনো কর্মকর্তার স্বাক্ষর নেই। প্রাথমিক তদন্তে এমন প্রমাণ পেয়েছে ঢাকা কাস্টম হাউসের গঠিত তদন্ত কমিটি। বিভিন্ন সময়ে ৬টি ডিটেনশন মেমোর (ডিএম) বিপরীতে ভিজিআর রেজিস্টারে স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে প্রেরণ সংক্রান্ত সিল থাকলেও আসলে এসব স্বর্ণ জমা দেওয়া হয়নি। এ ছাড়া সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত গুদাম কর্মকর্তা এসব অনিয়ম করেছেন কি না, তা পুলিশের ফরেনসিকের মাধ্যমে উদ্ঘাটন করা যেতে পারে বলেও মনে করে কমিটি। এ ছাড়া ঢাকা কাস্টম হাউসের গুদামের ইনভেন্ট্রির মাধ্যমে আরও ৬ কেজি স্বর্ণ বেশি গায়েবের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ গুদাম থেকে ৬০ দশমিক ৭১৮ কেজি স্বর্ণ গায়েব হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা কাস্টম হাউসের স্বর্ণ গায়েবের ঘটনায় সারা দেশে তুমুল সমালোচনা হয়। চায়ের দোকান থেকে শুরু করে সংসদ পর্যন্ত এ নিয়ে আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা কাস্টম হাউস একটি তদন্ত কমিটি ও জাতীয় রাজস্ব বোর্ড আরেকটি কমিটি গঠন করে। ১৫ দিনের মধ্যে দুই কমিটির তদন্ত প্রতিবেদন এনবিআরের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু ঘটনার প্রায় আড়াই মাসের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা কাস্টম হাউসের করা কমিটি; কিন্তু কমিটির সদস্য বিভিন্ন সময়ে বিদেশে থাকার কারণে এনবিআরের গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়নি।

এ বিষয়ে কালবেলার পক্ষ থেকে ঢাকা কাস্টম হাউস গঠিত তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এনবিআর সূত্র জানায়, তদন্ত কমিটি ইনভেন্ট্রিসহ যাবতীয় তথ্য পর্যালোচনা করে ৬০ দশমিক ৭১৮ কেজি স্বর্ণ গায়েবের তথ্য পেয়েছে। মোট ৪৭৪টি ডিএমের বিপরীতে এসব স্বর্ণ গায়েব হয়েছে। এর আগে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের তথ্য দিয়ে বিমানবন্দর থানায় মামলা করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ ছাড়া ৬ ডিএমের বিপরীতে ব্যংকে জমা না দিয়ে স্বর্ণ গায়েবেদের ঘটনার প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে পুলিশের ফরেনসিকের সহায়তা নেওয়ার বিষয়ে মতামত দিয়েছে কমিটি। প্রাথমিক তদন্তে বিদেশি কারেন্সির কোনো ঘাটতি নেই বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে এনবিআরের গুদাম ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু সাংঘর্ষিক আদেশ পেয়েছে কমিটি। প্রতিবেদনে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ মূল্যবান গুদামের জন্য নিলাম শাখার সহকারী বা ডেপুটি কমিশনারকে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তাকে (প্রিভেন্টিভ) ট্রানজিট গুদামের তত্ত্বাবধানকারী কর্মকর্তা এবং ট্রানজিট গুদামের পদস্থ সিপাইকে তল্লাশিকারী কর্মচারী হিসেবে আদেশ করেছে।

তবে এই আদেশকে এনবিআরের জারি করা গুদাম ব্যবস্থাপনার স্থায়ী আদেশের সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করে তদন্ত কমিটি। কারণ একজন অতিরিক্ত কমিশনারকে নিয়ন্ত্রণকারী না করে উপকমিশনারকে করা হয়েছে। যদিও এনবিআরের স্থায়ী আদেশে কোন কর্মকর্তাকে কী দায়িত্ব দিতে হবে, তা সুস্পষ্ট বলা আছে। এ ছাড়া আরও বেশ কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। এতে বলা হয়েছে, গুদামে সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে জনবল বাড়াতে হবে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী খাতে ১ হাজার ২৭২ কেজি স্বর্ণ ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আর যেসব ডিএমের বিপরীতে বিশাল পরিমাণে স্বর্ণ বাংলাদেশ ব্যাকে জমা দেওয়ার কথা বলে সেগুলো গায়েব করা হয়েছে। এক্ষেত্রে বাজুসের প্রতিনিধি চেয়েও পাওয়া যায়নি।

এর আগে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে দেড়শ ভরি স্বর্ণ গায়েব শিরোনামে গত ২২ আগষ্ট দৈনিক কালবেলায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরই সূত্র ধরে অভ্যন্তরীণ তদন্তে নামে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। পরে ইনভেন্ট্রি শেষ করে গত তিন সেপ্টেমর ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা সামনে আসে। কর্তৃপক্ষ ধাপে ধাপে কয়েকটি কমিটি গঠন করে। সর্বশেষ ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১১

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১২

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৩

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৪

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৫

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৬

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৭

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৮

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৯

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

২০
X