মো. আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

বীরের মুখে বীরত্বগাথা

বীরের মুখে বীরত্বগাথা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়েছে আরও বছর দুই আগে। বেড়েছে রণাঙ্গনে লড়াই করা বীর মুক্তিযোদ্ধাদের বয়স। ঝাপসা হয়েছে স্মৃতিপট। এরই মধ্যে তাদের অনেককে হারিয়েছে জাতি। আর যারা বেঁচে আছেন, তাদের কেউ নুয়ে পড়ছেন বয়সের ভারে, কেউবা শক্তি হারিয়েছেন যুদ্ধের সেই দিনগুলোর স্মৃতিচারণের।

কেমন ছিল মুক্তিযুদ্ধের সেই দিনগুলো? স্বাধীনতার সেই গৌরবের ইতিহাস সরাসরি মুক্তিযোদ্ধাদের স্মৃতি থেকে তুলে আনতে ও তা সংরক্ষণে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর চাটখিলের উপজেলা প্রশাসন। নাম দেওয়া হয়েছে ‘বীরত্বগাথা’ প্রকল্প।

এ প্রকল্পের আওতায় উপজেলার তালিকাভুক্ত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এরপর সেগুলো আপলোড করা হচ্ছে প্রকল্পের ইউটিউব চ্যানেলে। গত মাস পর্যন্ত চ্যানেলটিতে আপলোড করা হয়েছে অর্ধশতাধিক সাক্ষাৎকার। তালিকাভুক্ত উপজেলার সব মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার পর্ব শেষ হলে তা বই আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রকল্পের উদ্যোক্তা চাটখিল উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

এ প্রকল্পের আওতায় রণাঙ্গনের দিনগুলোর স্মৃতিচারণ করে সাক্ষাৎকার দিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন মুজিব বাহিনীর প্রধান চাটখিলের দৌলতপুরের বাসিন্দা মাহমুদুর রহমান বেলায়েত। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। তার সহধর্মিণী ও স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি কালবেলার সঙ্গে কথা বলেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের সংগঠকদের আমি খুব কাছ থেকে দেখেছি। আমি নিজেও তখন রাজনীতিতে সক্রিয় সংগঠক হিসেবে কাজ করতাম। মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আমাদের জন্য গর্বের, অহংকারের।

যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে স্মৃতিকাতর হয়েছেন অনেকেই। তাদেরই একজন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের উপজেলার ৭৫ ভাগ মুক্তিযোদ্ধাই মারা গেছেন। এখন আমরা যারা বেঁচে আছি, তাদের স্মৃতি সংরক্ষণে নেওয়া এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। একাত্তরের স্মৃতিগুলো আমরা আশপাশের দু-চারজনকে বলতাম। এই প্রকল্পের আওতায় আমাদের কথাগুলো ভিডিও ও গ্রন্থ আকারে সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে যাচ্ছে।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাহাপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বলেন, স্বাধীনতার এত বছর পর হলেও কারও উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বীরদের নিজেদের স্মৃতিকথাগুলো সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার যারা নিচ্ছেন, তাদের একজন চাটখিল মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ। তিনি বলেন, এ ভালো কাজটি আরও আগে করা গেলে আমরা আরও বেশি মানুষের গল্প শুনতে পারতাম। যারা সাক্ষাৎকার দিচ্ছেন, তারা তাদের স্মৃতিগুলো আরও ভালোভাবে বলতে পারতেন।

উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য সংগ্রহে কাজ করছে। তাদের একজন হ্যালো চাটখিলের প্রতিষ্ঠাতা ওমর ফারুক। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং কাজ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের অপ্রতুলতা রয়েছে। কিন্তু আমাদের কারোই এ কাজের প্রতি আন্তরিকতার কমতি নেই। আমরা এ রকম একটি ভালো কাজে সংযুক্ত থাকতে পারাটাকে সৌভাগ্য বলে মনে করছি।

চাটখিল উপজেলায় বর্তমান তালিকাভুক্ত জীবিত মুক্তিযোদ্ধা রয়েছেন দুই শতাধিক। যার মধ্যে অনেকেই অসুস্থ। যাদের সাক্ষাৎকার নেওয়ার ন্যূনতম সুযোগ রয়েছে, তাদের সবার সাক্ষাৎকার নেওয়া শেষ হলেই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর উপজেলার একের পর এক বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যু আমাকে এমন একটি প্রকল্পের তাড়না দেয়, যার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি পরবর্তী প্রজন্মের জন্য ধরে রাখা যাবে। সেই তাড়না থেকেই এই প্রকল্পের যাত্রা।

গত ১২ জানুয়ারি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলামের সাক্ষাৎকার আপলোডের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির এবং উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

ছবি শেয়ার করে কটাক্ষের মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

গাইবান্ধায় নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬ জন

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে

টানা ৫ দিন বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১১

রামপুরায় ২৮ হত্যা / বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

সপ্তাহে দুদিন ছুটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

১৩

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৮ বছরেও হয়নি ভাঙা সেতু সংস্কার, পারাপারে ভরসা ‘ড্রামের ভেলা’ 

১৫

গাজার পথে আটক শহিদুল আলম / সরকারের উদ্দেশে মির্জা ফখরুলের আহ্বান

১৬

ভারত থেকে ভেসে আসা গুঁড়ি বিক্রি হচ্ছে ‘চন্দন কাঠ’ নামে

১৭

তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

১৮

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১৯

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

২০
X