সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

কোটার বাইরে ১৫০ শিক্ষার্থী ভর্তি ভিকারুননিসায়

মাউশি সঙ্গে দ্বন্দ্ব
কোটার বাইরে ১৫০ শিক্ষার্থী ভর্তি ভিকারুননিসায়

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি নীতিমালার শর্ত ভঙ্গ করে সহোদর কোটায় অতিরিক্ত ১৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহোদর কোটায় ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করতে পারবে—এমনটি বলা হলেও ভিকারুননিসায় ভর্তি করা হয়েছে ১৫ শতাংশ হারে। ভিকারুননিসা কর্তৃপক্ষ বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মৌখিক নির্দেশনা মেনেই অতিরিক্ত এসব শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। তবে মৌখিক কোনো নির্দেশনায় ভর্তির সুযোগ নেই বলে জানিয়েছে মাউশি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৩-এর ১৪ নম্বর ধারায় সহোদর কোটার বিষয়ে বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর/ সহোদরা বা যমজ ভাইবোন যদি আগে থেকে অধ্যয়নরত থাকে, সেক্ষেত্রে তাদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আবেদন সংখ্যা বেশি হলে ভর্তি কমিটি কর্তৃক ডিজিটাল লটারির মাধ্যমে ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে হবে।’ অনুসন্ধানে জানা গেছে, চলতি বছর ভিকারুননিসায় ১ হাজার ৬২৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সহোদর কোটায় ভর্তি করা হয়েছে ২৩১ জন, যা মোট ভর্তি সংখ্যার ১৫ শতাংশ। ৫ শতাংশ কোটা হিসাবে ভর্তি করার কথা ৮১ জনকে। এর বাইরে শিক্ষকের মেয়ে কোটায় ভর্তি করা হয়েছে আটজনকে। ক্যাচমেন্ট এলাকার ৬৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৭৭ জন, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সংরক্ষিত ১৯ জন, শারীরিক প্রতিবন্ধী একজন এবং সাধারণ শিক্ষার্থী ৬৪৫ জনকে ভর্তি করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরেই তাদের প্রতিষ্ঠানে ১৫ শতাংশ সহোদর কোটা সংরক্ষিত আছে।

তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নীতিমালায় সুষ্পষ্ট নির্দেশনা ছিল না। গত বছর ২০২২ সালে প্রকাশিত নীতিমালা সংশোধন করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে সহোদর বা যমজ ভাই বা বোনের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়। ভিকারুননিসায়ও একই হারে শিক্ষার্থী ভর্তি করাতে গেলে মাউশি থেকে সহোদর কোটায় ১৫ শতাংশ হারে শিক্ষার্থী ভর্তি করাতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, যখন সহোদর কোটায় আবেদন বেশি পড়ছে, তখন সেটি মাউশিকে অবহিত করা হয়। কিন্তু মাউশি সহোদর কোটায় ১৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি নিতে আমাদের চাপ দেয়। আমরা মাউশিকে বিষয়টি লিখিত আকারে দিতে বললেও তারা সেটি না দিয়ে বলেছে, লিখিত দেওয়ার প্রয়োজন নেই। এরপর মাউশির নির্দেশনা মতো ১৫ শতাংশ কোটায় শিক্ষার্থী ভর্তি করি। কিন্তু এখন তারা উল্টে গেছে। জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী কথা বলতে রাজি হননি।

এদিকে মাউশি কর্মকর্তারা বলছেন, এমন কোনো নির্দেশনা তারা দেননি। ভিকারুননিসা কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাউশির স্কুল শাখার এক কর্মকর্তা কালবেলাকে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। তারা নিজেরা এমনটি করে আমাদের ওপর দায় চাপাচ্ছে। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক জাফর আলী বলেন, নীতিমালার বাইরে কোনো কথা বলার সুযোগ নেই। তারা তাদের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। মাউশি ভিকারুননিসাকে এমন নির্দেশনা দিয়েছে, এটি তারা প্রমাণ করতে পারবে না। কারণ, মৌখিক কোনো নির্দেশনা দেওয়ার সুযোগ নেই।

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালবেলাকে বলেন, নীতিমালায় কোটার যে হার আছে, সেই অনুযায়ীই ভর্তি করাতে হবে। এক্ষেত্রে বেশি ভর্তি করানো হয়েছে, এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। আবার মাউশি থেকেও ভিকারুননিসাকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটা চ্যালেঞ্জ করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

বিএনপির প্রয়োজনীয়তা

ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দিলে ব্যয়বহুল চিকিৎসা চাপ কমবে

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের 

১০

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

১১

চট্টগ্রামে স্কুল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

পিটার হাস বাংলাদেশে, নির্বাচনের আগে আবার আলোচনায়

১৩

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

১৪

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

১৫

চবিতে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান চসিক মেয়র শাহাদাত

১৬

কুকুর ঘেউ ঘেউ করায় মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৭

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৮

উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : রুয়েট উপাচার্য

১৯

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X