ভেদরগঞ্জ (‎শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

শরীয়পুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়পুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

‎শরীয়তপুর-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, অতীতের সকল দল-মত, পদ, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে অবহেলিত শরীয়তপুরকে আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ও মহিষার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা, মতবিনিময় সভা ও বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন। এদিন দুপুরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে তিনি ভেদরগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

‎মতবিনিময় সভায় নুরুদ্দিন অপু বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি নির্বাচিত হলে ভেদরগঞ্জসহ শরীয়তপুর-৩ আসনের মানুষের উন্নয়ন, কর্মসংস্থান এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে থাকব।

‎উঠান বৈঠক মাহফুজুর রহমান বাচ্চু সরকার বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে আল্লাহ আমাদের জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিজয়ী হলে আমাদের ভেদরগঞ্জসহ শরীয়তপুরের উন্নয়নের জোয়ারে ভাসবো।

এদিন ‎সকাল ৯টায় তিনি নারায়ণপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে ১৪০নং শারমিন কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কৃষকদের সঙ্গে খেতে-খামারে সময় কাটান এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১১টায় নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বয়াতী বাড়িতে উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শরীয়তপুরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। দুপুর ১২টায় ভেদরগঞ্জ বাজারে স্ত্রী-সন্তানসহ নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

‎এছাড়া নারায়ণপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সরদার বাড়িতে উঠান বৈঠক করেন। বিকেলে মহিষার ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের এলেম সরদার বাড়িতে মতবিনিময় সভায় অংশ নেন। পড়ন্ত বিকেলে এলাকার শিক্ষার্থীদের সঙ্গে ভলিবল খেলেন। সন্ধ্যায় মহিষার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা কালে টং দোকানে বসে এলাকাবাসী নিয়ে চা-বিস্কিট খান। পরে মহিষার ইউনিয়নের সিকদার বাড়ি এবং দাসপাড়া মন্দির এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন।

‎প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার, মহিষার ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সরদার শিরিন, আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

১০

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১১

টিভিতে আজকের যত খেলা

১২

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৩

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৫

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৮

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১৯

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

২০
X