n মানবসৃষ্ট সবচেয়ে বড় শব্দটি হলো পারমাণবিক বোমার বিস্ফোরণ। এতে ২১০ ডেসিবল শব্দ তৈরি হয়।
n রকেট উড্ডয়নের সময় ১৮০ ডেসিবল তৈরি হয়।
n জেট বিমান উড্ডয়নের সময় ১১০-১৪০ ডেসিবল শব্দ তৈরি করে।
n ঘাস মাড়াই করার যন্ত্র তৈরি করে ৯০ ডেসিবল।
n এক মিটার সামনে ভুভুজেলা বাঁশি বাজালে তা কানে ১২০ ডেসিবলে আঘাত করবে।
n ব্যস্ত সড়কের শব্দ ৮০-৯০ ডেসিবল হয়ে থাকে। তবে অতিরিক্ত হর্ন বাজানো হলে এটা বেড়ে যায়।
n অট্টহাসির শব্দসীমা ৬০ ডেসিবল।
n মানুষের সাধারণ কথাবার্তার শব্দসীমা ৪০-৫০ ডেসিবল।
n মশা গুনগুন করতে পারে ২০ ডেসিবলে।
n বাতাসে গাছের পাতা নড়ার শব্দ হয় ১০ ডেসিবলে।
মন্তব্য করুন