ডা. আবীর হাসান
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য

শিশুর নিউমোনিয়ার কারণ জেনে রাখুন

শিশুর নিউমোনিয়ার কারণ জেনে রাখুন

বিশ্বে পাঁচ বছরের কমবয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। প্রতি ৪০ সেকেন্ডে একটি শিশু মারা যায় এ রোগে। বাংলাদেশে বছরে পাঁচ বছরের নিচে ২৪ হাজার ৩০০ শিশু মারা যায় নিউমোনিয়ায়। তাদের অর্ধেকেরও বেশি কোনো চিকিৎসা পায় না।

কারণ

নিউমোনিয়া বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমণ হয়। যেমন—ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদির আক্রমণের কারণে হতে পারে। তবে শিশুর ক্ষেত্রে কারণগুলো বয়স অনুসারে ভিন্ন ভিন্ন হয়। শ্বাসতন্ত্রের সিনসিটিয়াল ভাইরাসের কারণে নিউমোনিয়া হয়, আবার নিউমোকক্কাস, স্টেপটোকক্কাস নিউমোনিয়া এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বেশি দেখা যায় পাঁচ বছরের কম বয়সের শিশুদের মধ্যে। ৫ থেকে ১৩ বছর বয়সীদের বেশি হয় মাইকোপ্লাজমা নিউমোনিয়া।

এর বাইরের কারণগুলো হলো—অপরিপক্ব শিশু, বুকের দুধ পান করেনি এমন শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, ভিটামিন ‘এ’র অভাবজনিত সংকটে ভোগা শিশু, ঘরে ধূমপানের ধোঁয়া থাকলে এবং পরিবেশ অস্বাস্থ্যকর হলেও শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে।

অভিভাবকদের যত্নের ভুলেও শিশু নিউমোনিয়ার শিকার হয়। শিশুকে জোর-জবরদস্তি করে খাওয়ানো হলে সে বমি করে। সেই খাবার তখন শিশুর শ্বাস-প্রশ্বাস জালিকা ও ফুসফুসে চলে যেতে পারে। এতে এসপিরেশন নিউমোনিয়া হতে পারে। তখন শিশু দ্রুত শ্বাস নেবে। সঙ্গে কাশি ও জ্বর দেখা যাবে। এ ধরনের নিউমোনিয়ায় মৃত্যুহার প্রায় ২৫ শতাংশ।

শিশু যদি দুর্ঘটনাবশত কেরোসিন, গ্যাসোলিন এসব গিলে ফেলে তবে তা ফুসফুসে চলে যেতে পারে। এ অবস্থায় শিশুকে জোর করে বমি করানো হলেও নিউমোনিয়া হতে পারে। একে বলে হাইড্রোকার্বন নিউমোনিয়া।

অনেকে সর্দি-কাশি ঠেকাতে শিশুর নাকে-মুখে বিভিন্ন ধরনের তেল দেন (যেমন সরিষার তেল)। এটি যদি সামান্য পরিমাণেও ফুসফুসে ঢুকে যায় তবে লিপয়েড নিউমোনিয়া হতে পারে।

অতিরিক্ত বেবি পাউডারের ব্যবহারে নিউমোনিয়া হতে পারে। পাউডারের দানা এত সূক্ষ্ম হয় যে, তা সহজে শিশুর শ্বাস-প্রশ্বাসের সূক্ষ্ম পথে ভেতরে চলে যেতে পারে। ট্যালকম পাউডারের উপাদান শিশুর ফুসফুসে ক্যান্সারও ঘটাতে পারে।

লক্ষণ

শিশুদের মধ্যে লক্ষণগুলো অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট নয়। সংক্রমণের কয়েকটি সাধারণ লক্ষণ হলো—জ্বর, দুর্বল ভাব, ঘন ঘন ভারী শ্বাস-প্রশ্বাস, শ্বাসের সঙ্গে শোঁ শোঁ শব্দ, ক্লান্তি ও ঝিমুনি ভাব।

হাসপাতালের চিকিৎসার মধ্যে শিরা বা ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক এবং শ্বাসযন্ত্রের থেরাপি (শ্বাস-প্রশ্বাসের চিকিৎসা) অন্তর্ভুক্ত থাকতে পারে। গুরুতর ক্ষেত্রে আইসিইউতে চিকিৎসার দরকার হতে পারে।

করণীয়

  • শিশুকে জোর-জবরদস্তি করে না খাওয়ানো।
  • খাওয়ানোর পর শিশুকে ডান কাত করে শোয়ানো।
  • শিশুর মাথার নিচে বালিশ দিয়ে মাথার দিক উঁচু করে রাখা।
  • শিশুর শ্বাস-প্রশ্বাসজনিত সংকট বাড়লে দ্রুত চিকিৎসা নেওয়া।
  • শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে স্তন্যপান করানো উচিত।
  • ঘরের পরিবেশ শুষ্ক, উষ্ণ গরম এবং ভালো বায়ু চলাচল থাকা আবশ্যক।
  • সর্দি, ফ্লু বা অন্যান্য সংক্রমণ রয়েছে এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে হবে।
  • সময়মতো টিকা দিতে হবে। ২০১১ সালে পাঁচ বছরের নিচের শিশুর নিউমোনিয়ায় মৃত্যু ছিল হাজারে ১১.৭ জন। এখন এ হার প্রায় ৮ জন। ২০১২ সাল থেকে বাংলাদেশে নিউমোনিয়ার টিকা দেওয়া হচ্ছে। টিকা দিলে নিউমোনিয়া প্রতিরোধ করা যায়।
  • ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিকের দরকার হয়। ওষুধ নিয়মমাফিক খাওয়াতে হবে।
  • প্রতিদিন সকালে ও সন্ধ্যায় কমপক্ষে একবার শিশুর তাপমাত্রা দেখতে হবে। তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে জ্বর কমাতে ডাক্তারের পরামর্শে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে।
  • শিশুর বয়স যদি তিন মাসের কম হয় এবং শ্বাস নেওয়ার গতি দুই মাসের কমবয়সী শিশুর মিনিটে ৬০ বার, দুই মাস থেকে এক বছরের পর্যন্ত শিশুর মিনিটে ৫০ বারের বেশি এবং ১-৫ বছর বয়সীর মিনিটে ৪০ বারের বেশি হলে, শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজর দেবে যায় কিংবা শিশুর ঠোঁট ও জিহ্বা নীল হয়ে যায় তখন শিশুকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন

জুবিনের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জোটের জরুরি বৈঠক, যে কারণে নেই ইসলামী আন্দোলন

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে আগুন

ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের

রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক, নেই ইসলামী আন্দোলনের নেতারা

জাল দলিল সরবরাহকারী চক্রের সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার

১০

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

১১

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

১২

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১৩

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১৪

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১৫

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

১৬

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

১৭

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

১৮

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

১৯

ফের অবরোধ ঢাকার তিন স্থান

২০
X