রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে কেউ যেন নেই ঘরে

চট্টগ্রামে কেউ যেন নেই ঘরে

ঈদের টানা ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখা গেছে। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সব বয়সী মানুষ ছুটে গেছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধাও। এবার চট্টগ্রামে দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে রয়েছে চিড়িয়াখানা, ফয়’স লেক ও পতেঙ্গা সমুদ্রসৈকত।

এবারের ঈদের ঘোরাঘুরিতে নগরবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। ঈদের তিন দিনে চিড়িয়াখানায় ঘুরতে আসেন ৫৫ হাজার মানুষ। এর মধ্যে ঈদের দিন দর্শনার্থী আসেন ১৫ হাজার, ঈদের দ্বিতীয় দিন ২০ হাজার ও তৃতীয় দিনও ২০ হাজার মানুষ ঘুরতে আসেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের বেশি আগ্রহ ছিল বাঘ দেখায়। চিড়িয়াখানায় বর্তমানে বাঘ আছে ১৮টি। যার মধ্যে ৫টি সাদা রঙের। এ ছাড়া সিংহ, ক্যাঙারু, হরিণ, বানর নিয়েও মেতে ওঠেন দর্শনার্থীরা। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন কালবেলাকে বলেন, ঈদের তিন দিনে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন ৫৫ হাজার দর্শনার্থী। বাঘ, ক্যাঙারু, হরিণ, পাখির প্রতি দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে।

৫ ও ১০ বছর বয়সী ছেলেমেয়েকে নিয়ে হালিশহর থেকে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন মো. আব্দুর রহিম। তিনি বলেন, বন্ধের অভাবে ছেলেমেয়েদের বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় না। তারা অতিমাত্রায় মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। বাঘ, সিংহ, অজগর সরাসরি দেখাতে চিড়িয়াখানায় নিয়ে আসলাম।

পতেঙ্গা সমুদ্রসৈকতে তিল ধারণের ঠাঁই নেই

ঈদের ছুটিতে নারী, শিশু, যুবক, বৃদ্ধ—সব বয়সী বিনোদনপ্রেমীরা ভিড় করেছেন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে। কেউ সমুদ্রের নোনা পানিতে পা ভেজাচ্ছেন, কেউ স্পিডবোটে ছুটে বেড়াচ্ছেন ঢেউয়ের তালে। কেউ আবার সূর্যাস্ত দেখার অপেক্ষায় সমুদ্রপাড় ঘেঁষে দাঁড়িয়ে আছেন। সমুদ্রসৈকতে যেন তিল ধারণেরও ঠাঁই নেই।

নগরীর বহদ্দারহাট থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে বেড়াতে এসেছেন নবদম্পতি তোফাজ্জল ও রহিমা বেগম। তারা জানান, বিয়ের পর কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল। তবে সময় ও সুযোগের অপেক্ষায় যাওয়া হয়নি। তাই ঈদের ছুটিতে পতেঙ্গায় ঘুরতে এসেছেন।

ফয়’স লেকে সরব উপস্থিতি: চট্টগ্রাম চিড়িয়াখানা-লাগোয়া ফয়’স লেকেও দেখা গেছে উপচে পড়া ভিড়। তুলনামূলক ব্যয়বহুল হলেও দর্শনার্থীদের আগ্রহের কোনো কমতি ছিল না। তিন দিনে ফয়’স লেকে বেড়াতে এসেছেন প্রায় সাড়ে ১৪ হাজার দর্শনার্থী। ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট, সি ওয়ার্ল্ড ও বেস ক্যাম্প—তিনটি অংশেই ছিল মানুষের সরব উপস্থিতি। বুধবার ফয়’স লেকে দেখা যায়, পার্কের রাইডগুলোতেও চড়ে বসেছে শিশু-কিশোররা, জলকেলিতে মেতে আছেন সব বয়সী মানুষ। ফয়’স লেক কমপ্লেক্সের পরিচালনাকারী প্রতিষ্ঠান কনকর্ডের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ কালবেলাকে বলেন, ঈদের দিন আধা বেলা খোলা ছিল। সেদিন দর্শনার্থী এসেছে ১ হাজার ৯০০। দ্বিতীয় দিন ৫ হাজার ৯০০ ও তৃতীয় দিন প্রায় ৬ হাজার। তিনি বলেন, এবার নতুন করে ছয়টি রাইড যুক্ত করা হয়েছে। মানুষের উপস্থিত বেশ ভালো।

বাদ যায়নি নতুন বিনোদনকেন্দ্রেও: নগরীতে পরিচিত বিনোদনকেন্দ্রের বাইরেও বেশ কিছু জায়গা ভ্রমণপিপাসুদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে বায়েজিদ সংযোগ সড়ক, বাকলিয়ায় কর্ণফুলী নদীর তীর, ফৌজদারহাটে ডিসি পার্ক। এসব জায়গায় শত শত মানুষ ঈদের ছুটিতে পরিবারসহ ঘুরতে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

দেবীর বোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব : সেলিমুজ্জামান 

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ গণতন্ত্র মঞ্চের

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

বিটিসিএলের নতুন ৫ সেবা নিয়ে ব্রেকিং দিলেন ফয়েজ আহমদ

‘মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না’

১০

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

১১

বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প সম্পন্ন

১২

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

১৩

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

১৪

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৬

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৭

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

১৮

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

১৯

তিন উপজেলার ৪৬ পূজামণ্ডপে খালেদা জিয়ার অনুদান

২০
X