গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়লে অস্থিতিশীল এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনে পর স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোয় এর প্রভাব পড়তে শুরু করে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। এ সময় চট্টগ্রামের ১৯১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্রশাসক নিয়োগ এবং সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে জনসাধারণের জরুরি সেবাসহ (জন্ম-মৃত্যু, নিবন্ধন, অনুদান, বিতরণ, প্রকল্প বাস্তবায়ন) নাগরিক সেবা প্রদান অব্যাহত রাখা হয়। এতে অল্পসময়ের মধ্য স্থানীয় সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসে। গত এক বছরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জন্মনিবন্ধন অর্জনের হার ৪৫ শতাংশ থেকে ১০৮ শতাংশে উন্নীত হয়।
মন্তব্য করুন