এ এইচ মুরাদ
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০২:০০ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

‘পলাশের সঙ্গে নারী শিল্পীর ঘনিষ্ঠ সম্পর্কই সব নষ্ট করে দিয়েছে’

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও রাশিদ পলাশ। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও রাশিদ পলাশ। ছবি : সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি মুক্তির পর পরিচালক রাশিদ পলাশকে নায়িকা মারছেন এমন একটি ভিডিও কালবেলার হাতে আসে। সেসময় বিষয়টি জানতে একাধিকবার নায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে গতকাল রোববার রাতে তিনি বলেন, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলতে পারেন।

পলাশের সঙ্গে দ্বন্দ্বের কারণ জানতে চাইলে কালবেলাকে ববি বলেন, পলাশের সঙ্গে দ্বন্দ্বের কিছুই নেই। আমার সঙ্গে পুরোপুরি প্রতারণা করা হয়েছে। কারণ সিনেমাটিতে আমাকে ৮ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা থাকলে তা এখনো দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জেনেছি, আমার টাকা সে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়েছে ঠিকই; কিন্তু আমাকে দেয়নি। সিনেমার আরও অনেক শিল্পীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে পলাশ।

তিনি আরও বলেন, সিনেমায় আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, শুটিংয়ের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাইনি। আমার অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য এডিটিংয়ে কেটে দেওয়া হয়েছে। শুনেছি এক নারী সহশিল্পীর সঙ্গে পরিচালকের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই আমার দৃশ্যগুলো ফেলে দিয়েছে। শুধু আমার একার নয়, প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমার অন্য শিল্পীদের সঙ্গে প্রতারণা করেছে পলাশ।

ক্ষোভ প্রকাশ করে ববি আরও বলেন, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটির গল্প, এত সুন্দর একটি গল্প পরিচালকের দুর্বল নির্মাণের জন্য নষ্ট হয়ে গেল। শুনেছি পলাশ বলছে আমি নাকি ৩ লাখ টাকায় সিনেমায় সাইন করেছি। অথচ আমি অনেক ডকুমেন্ট দিতে পারি আমার প্রকৃত পারিশ্রমিক কত। ৮ থেকে ১০ লাখ টাকায় আমি সিনেমা করে থাকি, এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। কিন্তু নিজের দুর্বলতা ঢাকার জন্য পলাশ বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য দিচ্ছে।

বিজলী’খ্যাত এই নায়িকা বলেন, দেখুন আমি কিন্তু বিষয়টি নিয়ে কোনো সাংবাদিকদের সঙ্গে কথা বলিনি। চুপই থাকতে চেয়েছিলাম। অথচ এখন দেখছি পরিচালক আমাকে নিয়ে একের পর এক মিথ্যা তথ্য দিচ্ছে। আমি কেমন ইন্ডাস্ট্রির সবাই জানেন। আমি যদি প্রফেশনাল না হতাম ক্যারিয়ারে এত সিনেমায় অভিনয় করতে পারতাম না।

প্রেম ও প্রতারণার সত্যি ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে ববির বিপরীতে রয়েছেন ও অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ। এ ছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১০

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১১

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১২

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৩

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৪

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৫

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

১৬

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

১৭

‘আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

১৮

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

১৯

৩ দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

২০
X