

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের রক্তঝরা অধ্যায় আবারও নড়েচড়ে বসতে চলেছে রুপালি পর্দায়। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’ ফের ফিরছে আলোচনায়। নানা জটিলতা আর থমকে থাকা সময় পেরিয়ে চিত্রনায়িকা পরীমণির সাহসী রূপায়ণে নির্মিত এই চলচ্চিত্রের বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ইতিহাস, প্রতিবাদ আর আত্মত্যাগের এই মহাকাব্যিক গল্প নতুন করে প্রাণ পেতে যাচ্ছে বড় পর্দায়।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রাশিদ পলাশ। লেখেন, ‘এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬’।
তখন পোস্টের মন্তব্যের ঘরে পরীমণি মন্তব্য করেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়িকা।
ছবিটির শুটিং নিয়ে নির্মাতা জানান, ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। মাঝে পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।
২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ (তিশা অভিনীত) ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
মন্তব্য করুন