ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী শায়লা সুলতানা সাথী। ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিবাদ জানানোর পর নামেন রাজপথে। ছাত্রদের সঙ্গে গলা মিলিয়ে দেন স্লোগানও। ঘোষণার মাধ্যমে বন্ধ করে দেন নিজের সব ধরনের কাজের শুটিং। তবে আবারও কাজে ফিরছেন এই তারকা। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর নতুন করে আবার সব কিছু চালু হচ্ছে। আন্দোলনের জন্য এক মাস বিনোদন অঙ্গনের সব ধরনের কাজই বন্ধ রেখেছিলেন এই অভিনেত্রী। নিজের ব্যস্ততা নিয়ে কালবেলাকে শায়লা বলেন, ‘আমি আমার কাজ বন্ধ করে দিয়েছিলাম; যার কারণ ছিল ছাত্র আন্দোলন। এই মুভমেন্টের শুরু থেকেই আমি সক্রিয় ছিলাম। প্রথম তিন দিন আমি সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাক্টিভ ছিলাম। এরপর আমি সশরীরে রাস্তায় নেমে যাই। কারণ আগে নিজেদের অধিকার বুঝে পেতে হবে। তারপর কাজ। এখন ব্যস্ততা শুরু হয়েছে। এরই মধ্যে আমার কয়েকটি নাটক প্রকাশ হয়েছে। যেগুলো আন্দোলনের আগে কমপ্লিট করা ছিল।’ এ সময় নতুন কাজের ব্যস্ততা নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘কয়েকটি নাটকের সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে আমার; যার একটির শুটিং শুরু হবে ১৯ আগস্ট থেকে। নাটকের নাম এখনো ঠিক হয়নি। তবে যে কয়েকটি নাটকের গল্প পড়েছি। সবগুলোর মধ্যেই নতুনত্ব পেয়েছি। আশা করছি কাজগুলো দর্শকদের ভালো লাগবে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শায়লা সাথী একজন মডেল-অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার শোবিজে পথচলা শুরু। এরপর কাজ শুরু করেন মিউজিক ভিডিও ও নাটকে। বর্তমানে এ অভিনেত্রী নিজেকে ব্যস্ত রেখেছেন ছোট পর্দায়। ‘তোকে বউ বানাব’, ‘আই হেট ইউ’, ‘গার্লফ্রেন্ডের বিয়ে’-এর মতো নানা জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করে সুনাম অর্জন করেছেন।