আলোচিত মডেল ও অভিনেত্রী রেবেকা সুলতানা দীপা। ছোটবেলায় বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও বেলাল আহমেদ পরিচালিত ‘নন্দিত নরকে’ ও আবু সাইয়ীদ পরিচালিত ‘শঙ্খনাদ’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। এরপর আরও বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও, মাঝে বেশ দীর্ঘ একটা সময় কাজে বিরতি নেন তিনি। বিরতির পর আবার কাজে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন দীপা। এরই মধ্যে দুরন্ত টিভিতে প্রচার শেষ হয়েছে তার অভিনীত নিয়াজ মাহবুব পরিচালিত ধারাবাহিক নাটক ‘এলিয়েন’ এবং আরটিভিতে প্রচারিত হিমু আকরাম পরিচালিত মেগা ধারাবাহিক ‘শান্তি মলম দশ টাকা’। দুটি ধারাবাহিকেই বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলে জানান দীপা।
এ ছাড়া তরুণ নাট্যনির্মাতা ও অভিনেতা শহীদ উন নবীর পরিচালনায় দীপা অভিনয় করেছেন চারটি একক নাটকে। নাটকগুলো হচ্ছে—‘ওরা এগারো’, ‘ওকে বেবি’, ‘ঘরের শত্রু বিভীষণ’, ‘হানি ট্রিপ’। চারটি নাটকে অভিনয় করেও দীপা বেশ প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া তিনি সাজিন আহমেদ বাবুর নির্দেশনায় ‘মিস্টার মোতালেব’ নাটকেও অভিনয় করেছেন। এরই মধ্যে সাবরিনা আইরিনের নির্দেশনায় দীপা ‘হ্যাপি কাউ মিল্ক’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও বেশ প্রশংসিত হয়েছেন। বিজ্ঞাপনটি বর্তমানে দেশের প্রায় সব টিভি চ্যানেলেই প্রচার হচ্ছে নিয়মিত। এ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন দীপা। বলা যায় বিরতির পর কাজে ফিরে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। দীপা বলেন, ‘আমি সবসময়ই চেয়েছিলাম আমার ভালোলাগার এ জায়গাটায় নিয়মিত কাজ করি। কিন্তু মাঝে অনেকটা সময় কাজ থেকে দূরে থাকতে হয়েছিল। এখন আবার কাজে ফিরে সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমিও কী ধরনের কাজ করতে চাই, তা বলার সুযোগ পাচ্ছি। ফলে নিজের মনের মতো কাজই করতে পারছি। যারা আমাকে কাজে সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সেরাটুকু দিয়েই কাজ করতে চাই। সেই সৎ চেষ্টাটা আমার মধ্যে ছোটবেলা থেকেই ছিল, এখনো আছে।’