তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথা ভাঙতে চান মল্লিকা

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ছবি: সংগৃহীত
অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ছবি: সংগৃহীত

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ২০০৩ সালে গোবিন্দ মেননের পরিচালিত খোয়াইশ এবং ২০০৪ সালে অনুরাগ বসুর পরিচালিত মার্ডার সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এরপর বহু সিনেমায় অভিনয় করেছিলেন এবং কুড়িয়েছেন প্রশংসাও। তবে মাঝে বেশ কয়েক বছর অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি।

এরপর অনেক বছর তাকে দেখা যায়নি বলিউড পাড়ায়। এবার আবারও অভিনয়ে ফিরছেন মল্লিকা শেরাওয়াত।

৪৮ বছর বয়সী মল্লিকা শেরাওয়াত বি-টাউনে আগের মতো অভিনয় করতে চান। ভুল প্রমাণ করতে চান যে, বয়স বাড়লেই নায়িকাদের গ্ল্যামার শেষ হয়ে যায় না।

তিনি ঘোষণা দিয়েছেন যে, তিনি আগামী দুই দশক বলিউডে সক্রিয় থাকবেন।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মল্লিকা বলেন, ‘বলিউডে একটা ধারণা আছে একজন অভিনেত্রী যখন তার বয়সের শীর্ষে পৌঁছায়, তখন তার আর দ্বিতীয় সুযোগ থাকে না। সে নতুনদের ভিড়ে হারিয়ে যায়। এই প্রথা আমি ভাঙতে চাই। দুই দশক ধরে আমি এখনো অভিনয়ের জন্য ফিট রয়েছি, পরিচালকরা আমার জন্য চরিত্র লিখছেন। এর পরও যারা বলে মল্লিকা আর ফিট নয়, তাদের চিন্তাধারা পুরোনো।’

এদিকে বয়স বৃদ্ধির পরও মল্লিকা তার নিজের বাহ্যিক চেহারা এবং শারীরিক গঠন নিয়ে গর্বিত।

এ বিষয়ে তিনি আরও বলেন, “আমি ‘মার্ডার’ সিনেমার সময় যেমন ছিলাম, ঠিক তেমনই আছি। একই শরীর, একই উচ্ছ্বাস এবং এ জন্য আমি গর্বিত। কোনো প্লাস্টিক সার্জারি বা বোটক্স করিনি। আমি খুব শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করি। সময়মতো ঘুমাই, মদপান করি না, সিগারেটও খাই না। তাহলে কেনই বা এসব কৃত্রিম ইনজেকশন বা বোটক্স দরকার? আপনি যদি আপনার চেহারা এসব কেমিক্যালের সঙ্গে মেলান, সেটা আপনার নিজের ভাবমূর্তি নষ্ট করতে পারে। আমি কাউকে বিচার করি না, তবে আমি কখনো এসব করব না।”

ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মল্লিকা শেরাওয়াত তার শৈশবের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি ছোটবেলায় খুব বিদ্রোহী ছিলাম। আমার মা-বাবা আমাকে সবকিছু দিয়েছিলেন, কিন্তু স্বাধীন চিন্তার সুযোগ দেননি। আমি চেয়েছিলাম আমার জীবন আমার মতো করে কাটাতে। যখন আমি বাড়ি ছেড়ে মুম্বাই আসি, তখন স্বাধীনতাটা পাই। এখানে কোনো পিতৃতান্ত্রিকতা নেই। আমরা মেয়েরা নিজেরাই নিজেদের বেঁধে রেখেছি। আমাদেরই তা ভেঙে বের হতে হবে।”

তিনি আরও যোগ করেন, ‘আর্থিক স্বাধীনতা নারী-পুরুষ নির্বিশেষে খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ না আপনার কাছে আর্থিক স্বাধীনতা থাকে, আপনার নিয়ন্ত্রণ অন্যদের হাতে; ততদিন আপনি স্বাধীনতার স্বাদ পাবেন না।’

বর্তমানে মল্লিকা মুম্বাইয়ে ফিরে এসেছেন এবং জানান, দেশে ফিরে আসার অনুভূতিটা অন্যরকম ভালো লাগা, যেটা তিনি লস অ্যাঞ্জেলসে থাকার সময় মিস করতেন। তবে কবে থেকে তিনি কাজে ফিরছেন সে বিষয়ে কিছু জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১০

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১১

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১২

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৩

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৪

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৫

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৬

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৭

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৮

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৯

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

২০
X