তামজিদ হোসেন
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

রুপালি পর্দায় মার্চের হলিউড

রুপালি পর্দায় মার্চের হলিউড

বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউডে মার্চ মাসে মুক্তির অপেক্ষায় রয়েছে অ্যানিমেশন, হরর, অ্যাকশন, থ্রিলারসহ নানা ঘরানার সিনেমা, যা দর্শকদের রোমাঞ্চিত করতে চলেছে। যার কিছু ট্রেলার সম্প্রতি দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে, যা নিয়েই থাকছে কালবেলার আজকের আয়োজন। লিখেছেন তামজিদ হোসেন

মিকি ১৭: প্রায় তিন বছর পর ভক্তদের চমকে দিয়ে দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন-হোর পরিচালনায় নির্মিত সিনেমা ‘মিকি ১৭’ এর মাধ্যমে পর্দায় ফিরছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। প্রকাশিত ট্রেলারে রবার্ট প্যাটিনসনের মিকি বার্নস চরিত্রে দেখা যায়।

যে নতুন গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য মানুষের প্রচেষ্টার অংশ হিসেবে মহাকাশ মিশনে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। এরপর কিছুদিন বাদে সে জানতে পারেন, এ মিশনে তার বারবার ভাইরাসজনিত কারণে মৃত্যু হবে এবং ফের তাকে জীবিত করা হবে; যা তার কাজের অংশ হিসেবে বিবেচিত হবে। এভাবেই এগুবে সিনেমাটির গল্প। এ ছবিতে রবার্টের পাশাপাশি অভিনয় করেছেন টনি কোলেট, মার্ক রাফালোসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মার্চের ৭ তারিখে।

নাইট অব দ্য জ্যুপোক্যালিপ্স: চলতি মাসের ৭ তারিখে মুক্তি পেতে চলেছে হরর কমেডি ঘরানার অ্যানিমেশন সিনেমা নাইট অব দ্য জ্যুপোক্যালিপ্স। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রিকার্ডো কার্টিস এবং রড্রিগো পেরেজ-কাস্ত্রো। সিনেমার গল্পটি শুরু হয় যখন একটি রহস্যময় মহাকাশের ভাইরাস বহনকারী উল্কাপিণ্ড কোলপেপার চিড়িয়াখানায় আছড়ে পড়ে। উল্কাপিণ্ড আছড়ে পড়ার পর থেকে চিড়িয়াখানার প্রাণীগুলো গামির মতো জম্বি মিউট্যান্টে পরিণত হয়। তখন তাদের প্রতিরোধ করার একমাত্র আশার আলো হয়ে ওঠে গ্রেসি নামের এক তরুণী নেকড়ে। যে কিনা রুক্ষ স্বভাবের পর্বতসিংহ ড্যানের সঙ্গে মিলে একটি প্রতিষেধক খোঁজার চেষ্টা করে। একই সঙ্গে, তাদের লক্ষ্য জম্বিদের নেতা বান্নি জিরোকে পরাজিত করা, যে পুরো পৃথিবী দখল করার পরিকল্পনা করছে।

যেসব অভিনেতার কণ্ঠের জাদুতে এ সিনেমা পর্দায় দারুণভাবে ফুটে উঠবে তারা হলেন ডেভিড হারবার, ব্রেন ম্যাকলি, পল সান-হিউং লিসহ আরও অনেকে।

ব্ল্যাক ব্যাগ: স্পাই-থ্রিলার সিনেমা ‘ব্ল্যাক ব্যাগ’। ছবিটি পরিচালনা করেছেন স্টিভেন সোডারবার্গ । সিনেমাটির গল্প ক্যাথরিন উডহাউস নামে এক এজেন্টকে কেন্দ্র করে, যাকে রাষ্ট্রদ্রোহী সন্দেহে অভিযুক্ত করা হয়। এ ঘটনার পর তার স্বামী আরেক গোয়েন্দা এজেন্ট জর্জ উডহাউস কঠিন এক পরীক্ষার মুখে পড়ে। এ সিনেমায় অভিনয় করেছেন মাইকেল ফাসবেন্ডার, কেট ব্লাঞ্চেট, টম বার্ক, মারিসা আবেলাসহ আরও অনেকে। চলচ্চিত্রটি মার্চের ১৪ তারিখে মুক্তি পেতে চলেছে।

স্নো হোয়াইট: মার্চের ২১ তারিখ মুক্তি পেতে চলেছে ডিজনির অ্যানিমেটেড ক্ল্যাসিক সিনেমা ‘স্নো হোয়াইট’।

সিনেমাটি পরিচালনা করেছেন মার্ক ওয়েব এবং ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন র্যাচেল জেগলার এবং ইভিল কুইন হিসেবে পরিচিত গ্যাল গ্যাডট। এরই মধ্যে ছবিটির প্রকাশিত ট্রেলার দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছে। এ সিনেমায় র‌্যাচেলকে দেখা যাবে তার রাজ্য উদ্ধার করার জন্য ডেভিল কুইনের বিপরীতে লড়াই করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

১০

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

১১

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

১২

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

১৩

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

১৪

কক্সবাজারে মার্কেটে আগুন

১৫

৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

১৬

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১৭

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

১৮

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

১৯

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২০
X