শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যারা দেশকে ভালোবাসে না তারাই নির্বাচন বানচালের চক্রান্তকারী : নুরুদ্দিন আহাম্মেদ অপু

ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, যারা দেশকে ভালোবাসে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালের চক্রান্ত চালাচ্ছে। তারাই দেশকে আবার ১৭ বছরের জঞ্জালে পরিণত করতে চায়।

তিনি বলেন, আমরা জনগণকে স্পষ্টভাবে বলতে চাই— চক্রান্তকারীরা যত ষড়যন্ত্রই করুক না কেন, সাধারণ মানুষ এবার স্বাধীনভাবে ভোট দেবে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় অপু বলেন, বিগত দিনে প্রায় ১৮ কোটি মানুষকে জিম্মি করে তিনবার ভোটারবিহীন নির্বাচন করা হয়েছিল। এতে সাধারণ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু আজ ১৮ কোটি মানুষের মধ্যে যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে, তা প্রমাণ করে জনগণ তাদের হারানো ভোটের অধিকার ফিরে পেতে কতটা মুখিয়ে ছিল। আজ স্বাধীন বাংলাদেশে মানুষের সেই আকাঙ্ক্ষা ও আকুতি পূরণ হয়েছে। এ গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে চায়।

এর আগে সকাল ১০টায় তিনি ভেদরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শরীয়তপুর-৩ আসনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন। এ সময় তাকে স্বাগত জানাতে ভিড় জমান বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র দাখিল করতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

মনোনয়নপত্র দাখিল শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ডামুড্যা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং নিজ হাতে মিষ্টি খাওয়ান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টার দিকে তিনি গোসাইরহাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শরীয়তপুর-৩ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকে ঘিরে দিনভর শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন— গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোসাইটি ফর সোসাল সার্ভিসে বড় নিয়োগ

সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শবেমেরাজ-একুশে ফেব্রুয়ারিসহ যেসব দিনে খোলা থাকছে স্কুল, ছুটির তালিকা প্রকাশ

টানা ছুটিতে ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে পর্যটকের ঢল

আত্মসমর্পণ করলেন এনসিপির আখতার হোসেন

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম

রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

এসিআই পিএলসির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

যশোর-৩ আসনে এনসিপি নেতা জুয়েলের মনোনয়নপত্র সংগ্রহ

১০

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১

নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই মান্নার

১২

ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা, নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদী ইশরাক

১৩

শীতকালীন অ্যালার্জি থেকে যেভাবে রক্ষা পাবেন

১৪

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

১৫

এনসিপি যে কারণে জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যায়নি

১৬

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

১৭

ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে যে আহ্বান জানাল বাংলাদেশ

১৮

যারা দেশকে ভালোবাসে না তারাই নির্বাচন বানচালের চক্রান্তকারী : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

২০
X