এ মাসের প্রথম দিন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে প্রকাশ পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্মাণে ওয়েব সিরিজ ‘ভোগ’, যা এরই মধ্যে জন্ম দিয়েছে আলোচনার।
অভীক সরকারের জনপ্রিয় গল্প ‘ভোগ’ থেকে এর গল্প নেওয়া হয়েছে। যেখানে ‘ডামরী’ চরিত্রে অভিনয় করেছেন পার্নো।
এর গল্পে দেখা যায়, একাকী জীবনযাপন করে অতীন। তার একমাত্র শখ কিউরিয়োর দোকান থেকে নানা ধরনের পুরোনো জিনিস কেনা। একদিন এক দোকান থেকে একটি দেবীমূর্তি কিনে আনে অতীন। স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তিটির পূজা করতে শুরু করে সে। অসীম দেবী ভক্তি একসময় অতীন ও তার নিকটজনের জীবনে নিয়ে আসে অন্ধকার। সিরিজে ‘অতীন’ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এরই মধ্যে সিরিজটি আলোচনার জন্ম দিয়েছে। হরর প্রেমীরা জানাচ্ছেন তাদের মতামত।
এ ছাড়া অভিনেতা হিসেবে পরমব্রত-অনির্বাণ দুজনেই একে অপরের সঙ্গে কাজ করেছেন। তবে কেউ কারও পরিচালনায় এর আগে কাজ করেননি। তাই পরমব্রতের পরিচালনায় এটা অনির্বাণের প্রথম কাজ। তারপর এম চরিত্রে পার্নোকে আগে দেখেনি দর্শক।
ছয় পর্বের এই সিরিজে অনির্বাণ ও পার্নো ছাড়াও আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো তারকা।
মন্তব্য করুন