আজ শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’, অন্যটি আমিনুল ইসলাম বাচ্চুর ‘ফুলজান’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতারা।
‘ফিরে দেখা’ সিনেমায় জুটি বেঁধেছেন নিরব ও স্পর্শিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রোজিনাও। পর্দায় তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।
অন্যদিকে, গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ‘ফুলজান’। প্রযোজনা করেছে এটুএস মাল্টিমিডিয়া। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ফুলজান সিনেমা লিখতে গিয়ে আমি অনেকবার কেঁদেছি। এটি আমার অনেক পছন্দের একটি গল্প। ফুলজান নামে একটি নাটক আছে, যা মঞ্চে মঞ্চস্থ করেছি অনেকবার। সেখান থেকেই এ ভাবনা।’
সিনেমাটিতে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, রিয়াদ রায়হান, জেসমিন জারা, লিটন খন্দকার, টুটুল প্রমুখ।
মন্তব্য করুন