ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই দর্শক হৃদয় জয় করেছিল দুই ভিন্নধর্মী বাংলা সিনেমা—‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এই দুই প্রশংসিত ছবি এবার মুক্তি পাচ্ছে ছোট পর্দায়। আজ রাত ১২টা ১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে একযোগে স্ট্রিমিং শুরু হবে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’-এর।
এর মাধ্যমে দেশের দর্শক তো বটেই, প্রবাসে থাকা বাংলা ভাষাভাষীদের কাছেও পৌঁছে যাবে এ সময়ের আলোচিত দুটি গল্প।
পরিচালক তানিম নূর নির্মিত ‘উৎসব’ সিনেমাটি এরই মধ্যে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এখনো সফলতার সঙ্গে প্রদর্শিত হচ্ছে। পারিবারিক আবহে তৈরি এই গল্পটি দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে।
‘উৎসব’-এর গল্প এমন এক আবহ তৈরি করে, যেখানে দর্শক সিনেমার চরিত্রের সঙ্গে একাত্ম হতে গিয়ে নিজের জীবনের স্মৃতিপটে ফিরে যান। কেউ বাবা-মার কথা মনে করেন, কেউ পুরোনো ভাইবোনদের সঙ্গে কাটানো সময়কে, কেউ বা নিজের অতীতের ভুল সিদ্ধান্তগুলোর কথা ভেবে আবেগাপ্লুত হন।
উৎসব নিয়ে পরিচালক তানিম নূর বলেন— ‘ছোটবেলায় আমাদের একটা অভ্যাস ছিল, সবাই মিলে টিভির সামনে বসে নাটক বা সিনেমা দেখা। সেই পারিবারিক অভিজ্ঞতাকে বড় পর্দায় ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা ছিল ‘উৎসব’। প্রেক্ষাগৃহে যারা দেখেছেন, তাদের অভিজ্ঞতা শুনে মনে হয়েছে আমরা কিছুটা সফল হয়েছি। এখন চরকির মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছাতে পারাটা আরও আনন্দের।’
তিনি আরও যোগ করেন—“দেশের অনেক অঞ্চলে সিনেমা হল নেই। অনেকেই বলেছিলেন, হলে গিয়ে দেখা সম্ভব হচ্ছে না। চরকির মাধ্যমে সেই দর্শকদের জন্য সিনেমাটি পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। আমি আশা করি, ঠিক যেমন করে আমরা আগে পরিবারের সঙ্গে বসে নাটক দেখতাম, তেমনি ‘উৎসব’ও পরিবারসহ উপভোগ করবেন দর্শকরা।”
এই সিনেমায় অভিনয় করেছেন: আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এফ এস নাঈম, এ কে আজাদ সেতু, শিবা শানু, ড. এজাজসহ আরও অনেকে।
অ্যাকশন-থ্রিলারে ভরপুর রায়হান রাফীর ‘তাণ্ডব’ একই সময়ে চরকিতে মুক্তি পাচ্ছে। যেটি পরিচালনা করেছেন রায়হান রাফী। থ্রিলার এবং অ্যাকশনে ভরপুর সিনেমাটি ঈদুল আজহার সময় দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এবার ওটিটিতে এসে সেই উত্তেজনা ছড়িয়ে পড়বে আরও বড় পরিসরে।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং বিশেষ চমক হিসেবে সিনেমাটি একই সময় মুক্তি পাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়েও। ফলে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলার দর্শকরাও এটি উপভোগ করতে পারবেন।
‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন: শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা গিয়েছে সিয়াম আহমেদ ও আফরান নিশোকে।
মন্তব্য করুন