

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র এবার ঢাকায় মুক্তি পাচ্ছে। স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত এ চলচ্চিত্রটির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
৮৬ মিনিট দৈর্ঘ্যের স্প্যানিশ ভাষার অ্যানিমেশন ছবিটির নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, যার ইংরেজি নাম ‘সুলতানাস ড্রিম’। আধিপত্যবাদী সমাজব্যবস্থার বিপরীতে নারীর অধিকার ও স্বাধীনতার স্বপ্নকে কেন্দ্র করে গড়ে ওঠা এ গল্পটি পর্দায় রূপ পেয়েছে অ্যানিমেশনের মাধ্যমে।
২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের মর্যাদাপূর্ণ সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ ও লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।
১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত ‘Sultana’s Dream’ উপমহাদেশে নারীবাদী চিন্তাধারার এক বৈপ্লবিক কল্পকাহিনি হিসেবে পরিচিত। পরবর্তী সময়ে ১৯২২ সালে বেগম রোকেয়া নিজেই রচনাটিকে পরিমার্জন করে ‘সুলতানার স্বপ্ন’ নামে বাংলায় অনুবাদ করেন।
এক সাক্ষাৎকারে নির্মাতা ইসাবেল হারগুয়েরা জানান, ২০১২ সালে দিল্লির একটি আর্ট গ্যালারিতে আশ্রয় নিতে গিয়ে তিনি প্রথম এ বইটির সন্ধান পান। তিনি বলেন, ‘এত বছর আগে লেখা একটি বই, যেখানে নারীদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবীর কল্পনা করা হয়েছে—পড়ে আমি বিস্মিত হয়েছিলাম। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই এবং তখনই সিদ্ধান্ত নিই, এটি নিয়ে সিনেমা বানাব।’
বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক—মোট পাঁচটি ভাষায় নির্মিত এ চলচ্চিত্রে রয়েছে কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান। গানটির সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ, কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য।
স্পেন ও জার্মানির পাঁচটি প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত এই অ্যানিমেশন চলচ্চিত্রটি ঢাকার দর্শকদের জন্য এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন