স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশে খেলার পরিবেশ নেই : আসিফ নজরুল

আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ যাবে না—এই অবস্থানেই অনড় রয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দুই দফা চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ম্যাচ কেবল ভারতের ভেতরে ভেন্যু বদলের আলোচনা ওঠায় সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন—বাংলাদেশ কখনোই কলকাতা থেকে অন্য ভারতীয় শহরে ম্যাচ সরানোর কথা বলেনি। তাদের দাবি একটাই: ম্যাচগুলো শ্রীলঙ্কা বা ভারতের বাইরে অন্য কোনো নিরাপদ ভেন্যুতে আয়োজন করতে হবে।

গণমাধ্যমে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, “ভারতে বর্তমানে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং গত দেড় বছরে বাংলাদেশবিরোধী যে ধারাবাহিক ক্যাম্পেইন চলছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ পর্ব এবং আইসিসির নিরাপত্তা দলের চিঠি—সব মিলিয়ে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের সেখানে খেলার পরিবেশ নেই।”

তিনি আরও বলেন, “আমরা ক্রিকেটে কোনো দেশের একচ্ছত্র আধিপত্যে বিশ্বাস করি না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হতে পারে না। আইসিসি যদি সত্যিকার অর্থে একটি বৈশ্বিক সংস্থা হয় এবং যদি তারা ভারতের কথায় উঠে–বসে না, তাহলে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। এই প্রশ্নে আমরা কোনো নতি স্বীকার করব না।”

ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “দুইটা ভেন্যুই তো ভারতেই। ভারত মানে তো ভারতই। আমরা তো কলকাতার কথা বলিনি। আমাদের বক্তব্য পরিষ্কার—ভারতের বাইরে নিন। শ্রীলঙ্কায় নিন, কোনো সমস্যা নেই।”

এছাড়া বিকল্প আয়োজক হিসেবে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবের কথাও উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, “পাকিস্তানে করলে সমস্যা নেই, আরব আমিরাতে করলে সমস্যা নেই। কিন্তু যেখানে আমাদের দলের খেলোয়াড়দের নিরাপদে খেলার পরিবেশ নেই, সেখানে আমরা যাব না।”

সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে এবং এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। ফলে চেন্নাই ও তিরুবনন্তপুরমের মতো শহরের নাম সামনে আসছে। তবে আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন—এ ধরনের কোনো পরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করবে না।

তার ভাষায়, “যখন ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড নিজেই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে বলে, একজন বাংলাদেশি খেলোয়াড়কে এখানে খেলানো যাবে না—এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে যে সেখানে আমাদের খেলার পরিবেশ নেই? আইসিসির নিরাপত্তা দলের চিঠিও সেটাই প্রমাণ করে।”

সব মিলিয়ে, বাংলাদেশের অবস্থান পরিষ্কার—ভারতের মাটিতে নয়, টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ম্যাচগুলো ভারতের বাইরে নিরাপদ ভেন্যুতেই আয়োজন করতে হবে। এখন শেষ সিদ্ধান্তের বল আইসিসির কোর্টে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১০

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১১

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১২

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৩

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৪

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৬

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৭

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৮

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৯

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

২০
X