নাট্যকার মান্নান হীরার ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদল আরণ্যক। আজ সকাল ১০টা ৩০ মিনিটে ‘পথনাটক : সময়ের সক্রিয় নাট্যকর্ম ও আজকের সামাজিক-রাজনৈতিক অভিঘাত’ শীর্ষক স্মারক বক্তৃতার মধ্য দিয়ে শুরু হবে প্রয়াত নাট্যকারকে স্মরণোৎসব। এতে বক্তব্য দেবেন অভিনেতা মলয় ভৌমিক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের উত্তর পাশের খোলা মঞ্চে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’। এটির রচয়িতা নাট্যকার মান্নান হীরাই, এ ছাড়া নির্দেশনাও তারই।
১৯৫৬ সালের এই দিনে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন মান্নান হীরা। মফস্বল শহর থেকে মাধ্যমিক, রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। আর নাট্যচর্চার শুরু থেকেই ছিলেন আরণ্যক নাট্যদলে। অভিনয়, নির্দেশনা ও সাংগঠনিক কাজে যুক্ত থাকলেও সব কিছু ছাপিয়ে দেশের প্রধান নাট্যকারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি।
মন্তব্য করুন