

ভিসা স্থগিতের সিদ্ধান্ত শুধু অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পর্যটকসহ অন্যান্য অস্থায়ী ভিসায় এ সিদ্ধান্ত কার্যকর হবে না।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র শাফাক নিউজকে জানান, এই সিদ্ধান্তের আওতায় পর্যটক, ক্রীড়াবিদ ও তাদের পরিবার, কিংবা বিশ্বকাপ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ভিসা অন্তর্ভুক্ত নয়।
এর আগে যুক্তরাষ্ট্র ইরাক, ইরান, ইয়েমেন, লেবানন, মিশর, সোমালিয়াসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে।
মার্কিন কর্মকর্তারা জানান, এটি অভিবাসন নীতির একটি বিস্তৃত পর্যালোচনার অংশ।
গত ডিসেম্বরে প্রশাসন জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৩০টির বেশি করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এ সিদ্ধান্তের ফলে শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি এবং যাদের আশ্রয় বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন প্রক্রিয়াধীন, তারাও প্রভাবিত হবেন। পাশাপাশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে।
মন্তব্য করুন