দেশের সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলে এবার পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। আজ কলকাতার ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত এ সিনেমা। ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে কলকাতায় হাজির হয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। তাদের সঙ্গে দেখা গেছে মীর আফসার আলী, সৃজিত মুখোপাধ্যায় ও জয়া আহসানকে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমীরাও নিশো-তমা জুটিকে প্রথমবার বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন। যাদের তারা এতদিন বাংলাদেশের নাটক-ওয়েব সিরিজে দেখেছেন। এই প্রথম বড় পর্দায় হাজির হচ্ছেন ছোট পর্দার সেই জনপ্রিয় তারকা নিশো। কলকাতায় সিনেমাটির মুক্তিতে অভিনেতা আফরান নিশো নিজেও খুব উচ্ছ্বসিত। ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, ‘সুড়ঙ্গ আমার কাছে প্রথম প্রেমের অনুভূতির মতো। বড় পর্দায় প্রথম ছবিই যে সিনেমাপ্রেমীরা এমনভাবে গ্রহণ করবেন, তা অপ্রত্যাশিত ছিল। তাই এই মুহূর্তে আনন্দে ভাসছি।’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। এতে তমা-নিশো ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ।
মন্তব্য করুন