অমর একুশে গ্রন্থ মেলায় আগামীকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) আসছে কবি সাঈফ ইবনে রফিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘সাঈফিজম’।
বাংলা কবিতায় দর্শন, আধ্যাত্মবাদ ও সমকালীন পৃথিবীর বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের সংমিশ্রণে ‘সাঈফিজম’ হয়ে উঠবে সাহিত্যপ্রেমীদের এক নতুন দরজা, এমনই প্রত্যাশা বইয়ের প্রকাশক জাহিদুল ইসলামের।
শিলালিপি প্রকাশনীর স্টল নম্বর ৫৭২-এ পাওয়া যাবে বইটি। ৮০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন আদনান অভি। পৃষ্ঠায় পৃষ্ঠায় কাব্যচিন্তার ভাঁজে ভাঁজে প্রয়োজনীয় অলংকরণ করেছেন রূপাই সোহাগ। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
মন্তব্য করুন