

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ দিতে ফরাসি সরকারকে আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় পরিষদ। বৃহস্পতিবার এ বিষয়ে একটি অবাধ্যতামূলক (নন-বাইন্ডিং) প্রস্তাব পাস হয়েছে।
সংসদের নথি অনুযায়ী, রক্ষণশীল দল লে রেপাবলিকার আইনপ্রণেতারা প্রস্তাবটি উত্থাপন করেন। এতে ইইউকে ব্রাদারহুড-সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধে সম্পদ জব্দ, অর্থায়নে বিধিনিষেধ ও নিরাপত্তা নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়।
তবে বামপন্থি দল ফ্রান্স আনবোউড এ প্রস্তাবের বিরোধিতা করেছে। দলটির সদস্যরা সতর্ক করে বলেন, এতে মুসলমানদের কলঙ্কিত করার ঝুঁকি রয়েছে এবং ধর্মীয় চর্চার সঙ্গে উগ্রবাদকে গুলিয়ে ফেলার আশঙ্কা তৈরি হতে পারে।
এ ভোটের পেছনে রয়েছে ২০২৫ সালে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা। সেখানে নাগরিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ব্রাদারহুড-ঘনিষ্ঠ প্রভাবের অভিযোগ তুলে ধরা হয়। এর পর থেকেই অর্থায়ন ও সাংগঠনিক কার্যক্রমে কঠোর নজরদারির দাবি জোরালো হয়।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি। এ বিষয়ে ইইউ প্রতিষ্ঠানগুলোও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে অস্ট্রিয়া, জার্মানি ও বেলজিয়ামসহ কয়েকটি সদস্যরাষ্ট্র ‘রাজনৈতিক ইসলাম’-এর সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন গোষ্ঠীগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছে।
ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ব্রাদারহুড-ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। তাদের দাবি, এসব গোষ্ঠীর সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে। একইভাবে বাহরাইন, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মুসলিম ব্রাদারহুডকে পুরোপুরি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
মন্তব্য করুন