

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শনিবার (২৪ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানে কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বনানী কবরস্থানে সকাল সাড়ে ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর করব জিয়ারত করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এরপর বেলা ১১টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন তিনি।
দুপুর ২টায় বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর করব জিয়ারত করবেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
উপদেষ্টা রিজওয়ানার কর্মসূচি
আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে সকাল ১০টায় নির্বাচনী ইশতেহারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক অগ্রাধিকার নিয়ে তরুণদের সঙ্গে নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের এক সংলাপ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মসূচি
শান্তিনগর থেকে সকাল ৮টায় নির্বাচনী গণসংযোগ শুরু করবেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ডিএমপির কর্মসূচি
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুসাব্বির হত্যার অন্যতম শুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বেলা পৌনে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
মন্তব্য করুন