কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে : ঐক্য পরিষদ

বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা
বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা

চলতি মাসেই সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সব দাবি পূরণ না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বিরূপ প্রভাব ফেলবে। সরকারের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই বার্তা দেন পরিষদের কেন্দ্রীয় নেতারা। সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার পূরণে সারাদেশে সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সামনের সড়কে।

মিছিল-পূর্ব সমাবেশে ঐক্য পরিষদের নেতারা বলেন, বিগত ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত গণঅনশন ও গণঅবস্থান চলাকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারগুলো বাস্তবায়নে অঙ্গীকার করেন। চলতি অক্টোবর মাসেই তা যথাযথ বাস্তবায়ন করে সংখ্যালঘু জনমনে আস্থার ভাব তৈরি করতে হবে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থবান্ধব সাত দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়। এরপর থেকেই এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছে ঐক্য পরিষদ। যদিও এখন পর্যন্ত একটি দাবিও আলোর মুখ দেখেনি। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সাত দফার মধ্যে তিনটি আইন বাস্তবায়নের অগ্রগতি হয়েছে।

জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারগুলো চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, রংপুর, গাইবান্ধা, ফেনী, ঝিনাইদহ, সাতক্ষীরা, সুনামগঞ্জ, খুলনা, পিরোজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বাংলাদেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন, অন্যতম সংগঠনের সভাপতি ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত, মনীন্দ্র কুমার নাথ, অ্যাড. শ্যামল কুমার রায়, অ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল, লায়ন চিত্ত রঞ্জন দাস, অ্যাড. অনুপ কুমার সাহা, হৃদয় গুপ্ত, দিপালী চক্রবর্তী, ব্যারিস্টার তাপস বল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১০

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১২

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৩

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৪

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৫

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৬

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৭

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

১৮

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে : মাসুদ সাঈদী

১৯

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি

২০
X