কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলায় ডিএমপির উদ্যোগে ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’

বইমেলায় মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
বইমেলায় মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত

ছোট্ট কোলের শিশুকে নিয়ে বইমেলায় আসার পর অনেক সময় ক্ষুধায় কাঁদতে শুরু করে তারা। আদরের ছোট্ট সোনামণিকে সময়মতো ব্রেস্ট ফিডিং করাতে না পারলে হয়তো কোনো কোনো সময় সমস্যাও দেখা দিতে পারে। কিন্তু কোথায় ব্রেস্ট ফিডিং করানো যাবে এ নিয়ে ভাবনায় পড়ে যান মায়েরা। আশপাশে কোথাও একটু নিরিবিলি জায়গা খুঁজতে থাকেন। বিষয়টি মাথায় রেখেই বইমেলা প্রাঙ্গণে ব্রেস্ট ফিডিং সেন্টার বা মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হয়েছে। সপ্তাহের প্রতিদিন বইমেলায় লেখক, প্রকাশক ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের আগমন ঘটে। এর মধ্য থেকে বাদ পড়ে না অনেক মায়েরাও, যাদের রয়েছে কোলের ছোট্ট শিশু। বইমেলায় আগত সেসব মায়েদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই অনন্য সেবা ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’। যার অবস্থান বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের পুলিশ কন্ট্রোল রুমের দক্ষিণ পাশে।

জানা যায়, বইমেলায় আসা মায়েদের মধ্য থেকে প্রতিদিন প্রায় শতাধিক মা তার শিশুকে বুকের দুধ পান করাতে ডিএমপির ব্রেস্ট ফিডিং সেন্টারে আসেন। ব্রেস্ট ফিডিং সেন্টারে আসা মা ও তাদের সঙ্গে থাকা ছোট্ট সোনামণিদের হাতে চকলেট তুলে দিচ্ছেন সেখানে কর্মরত ডিএমপির নারী পুলিশ সদস্যরা।

মিরপুর থেকে বইমেলায় আসা একজন মা বলেন, মেলায় বুকের দুধ পান করা শিশু ও মায়েদের কথা চিন্তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য পুলিশের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেলো। আমরা মায়েরা এখন কোনো চিন্তা ছাড়াই কোলের ছোট্ট শিশুকে নিয়েও মেলায় ঘুরতে পারি। তা না হলে আমরা মায়েরা এমন একটি প্রাণের মেলায় আসার সাহসই পেতাম না। সত্যিই ডিএমপির এ সেবাটা আমার খুবই ভালো লেগেছে।

বইমেলার মতো জনবহুল জায়গায় মায়েদের সেবায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বইমেলায় শিশুর জন্য ব্রেস্ট ফিডিং সেন্টারটি খুঁজে পেতে কর্তব্যরত পুলিশের সাহায্য নেওয়ার কথা বলেছে ডিএমপি।

এ ছাড়াও যোগাযোগ করা যাবে বইমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে। যোগাযোগের নম্বরগুলো হলো, ০১৭৪৯-৪১৯ ৯০৪ (বাংলা একাডেমি এলাকায় পুলিশ কন্ট্রোলরুম) এবং ০১৭৩৪-২৯০ ৯৭৭, ০২-৪৪৬১০০১৬ (সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বইমেলা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

১০

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

১১

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১২

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১৩

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১৪

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৫

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৬

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৭

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৮

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৯

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

২০
X