ছয় দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট।
সোমবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেন তারা।
সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো হলো- রাজধানী থেকে ব্যাটারিচালিত সাইকেল-রিকশা উচ্ছেদ করতে হবে; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ন্যায় উত্তর সিটি থেকে চাহিদা অনুযায়ী রিকশার মালিকানা লাইসেন্স দিতে হবে। উভয় সিটি করপোরেশনের সব জোনাল অফিস থেকে রিকশাচালককে লাইসেন্স প্রদান করতে হবে; নৌকা, ঘোড়াগাড়ি, পালকীর মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের মতো দক্ষিণ সিটি করপোরেশন জাতীয় জাদুঘরে রিকশার স্থান দিতে হবে; গত ১৭-১৮ ও ১৯ মে রাজধানীর বিভিন্ন এলাকায় পায়ে চালিত রিকশা, অন্যান্য গাড়ি ভাংচুর এবং পুলিশ, সাংবাদিকের ওপর নির্যাতন, পুলিশ বক্সে অগ্নিসংযোগকারীদের জরুরিভিত্তিতে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জোটের সভাপতি মো. জহিরুল ইসলামের (মাসুম) সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, সহসাধারণ সম্পাদক মো. ইয়াছিন খোকন, সহসভাপতি হুমায়ুন কবির, করিম, মানিক, জসিম মাদবর, মোখলেছুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন