কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেরুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ক্যাম্প-৪ (এক্স:) ব্লক-এইচ এর পাহাড়ের নিচে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা মো. জলিল (২৪) উখিয়া ক্যাম্প- ৪ (এক্স:) ব্লক- এ/৪ এর কামাল হোসেনের ছেলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসাইন রোহিঙ্গাদের বরাত দিয়ে জানান, জলিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর অপর রোহিঙ্গারা তাকে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন