শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার সকালে শুরু হয় এই আয়োজন, যা শেষ হবে আগামীকাল শনিবার। অনুষ্ঠানটির আয়োজন করেছে প্রথম আলো।

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে...’ স্লোগানে আয়োজিত এই মেলায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিড় করছেন বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবীরা।

মেলায় পাওয়া যাচ্ছে বিদেশে পড়াশোনা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য থাকছে তথ্যবহুল একাডেমিক আলোচনা, প্যানেল সেশন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিশেষ অফার।

ব্রিটিশ কাউন্সিল নিবেদিত এই ফেয়ারের পাওয়ার্ড বাই সহযোগী ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, আর ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

ফ্যাড–ক্যাব (Foreign Admission and Career Development Consultants Association of Bangladesh) সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে এ মেলায়। এর মধ্যে রয়েছে— মেইসেস এডুকেশন মিট, সেনজেন এডু লিমিটেড, সিএইচএস এডুকেশন, টেন মিনিট স্কুল, বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, এডুকেশন অ্যাট, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, এনএইচপি, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ, ব্যাকবন লিমিটেড, কোয়েস্ট এডুকেয়ার, ইউনিভার্সাল এডুকেশন, গ্লোবাল ভিশন, ফরেন স্টাডি সল্যুশন, এসটিএস গ্লোবাল এডুকেশন, এডভয়, হক কনসালট্যান্সি, এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস ও এডু এইমার্স।

এ ছাড়াও বিনোদন ও খাবারের স্টল হিসেবে রয়েছে চরকি, কেএফসি ও প্রথমার উপস্থিতি।

সেশন ও আলোচনা

মেলায় চলছে নানা বিষয়ক সেশন ও প্যানেল ডিসকাশন।

শুক্রবার বিকেল ৫টায় : ‘এডুকেশন কনসালট্যান্সি উইথ গুগল বাই আলেফ’ বিষয়ে কথা বলেন গুগলের পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান।

সন্ধ্যা ৬টায় : ‘স্টাডি অ্যাব্রোড’ বিষয়ক প্যানেল ডিসকাশনে অংশ নেন বিভিন্ন শিক্ষা পরামর্শক।

শনিবারের সেশনগুলো

দুপুর ১২টায় : ‘স্টাডি ইন ইউকে অ্যান্ড ইউরোপ’

বিকেল সাড়ে ৪টায় : ‘আইইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড’ নিয়ে আলোচনা করবেন অনলাইন এডুকেশন কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ

সন্ধ্যা ৬টায় : ‘স্টাডি ইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া’ বিষয়ক চূড়ান্ত সেশন অনুষ্ঠিত হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রওনক জাহান বলেন, ‘আমি ভবিষ্যতে বিদেশে পড়তে যেতে চাই। এখানে এসে এক জায়গায় এত বিশ্ববিদ্যালয় ও পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাচ্ছে, যা আমাদের জন্য খুবই সহায়ক।’

সেনজেন এডু লিমিটেডের সিইও মনিরুল হক বলেন, ‘প্রথম আলো আয়োজিত এই ফেয়ারটি শিক্ষার্থীদের জন্য দারুণ উদ্যোগ। বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখা তরুণদের জন্য এটি এক জায়গায় সব তথ্য জানার সুযোগ তৈরি করেছে।’

স্টাডি অ্যাব্রোড উইথ মেইসেসের ম্যানেজিং পার্টনার রুহাম মনজুর জানান, আমরা ইউকে, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র— এই ছয় দেশে প্রায় তিনশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলা।

যারা সরাসরি মেলায় যেতে পারবেন না, তাদের জন্য রয়েছে অনলাইন ফেয়ারের সুযোগ।

www.studyabroadfair.pro - ওয়েবসাইটে ২ নভেম্বর পর্যন্ত চলবে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন। শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে প্রবেশ করে তথ্য নিতে পারবেন, প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, এমনকি অনলাইন কুইজে অংশ নিয়ে পুরস্কারও জিততে পারবেন।

বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখা তরুণদের জন্য এই ফেয়ার এক দারুণ সুযোগ। এখানে এসে শিক্ষার্থীরা এক জায়গায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারছেন। এতে শুধু তথ্য নয়, আত্মবিশ্বাসও বাড়ছে তাদের ভবিষ্যৎ সিদ্ধান্তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

কালশীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর জামায়াত নেতার হামলা

বিশ্ববাজারে আবার চাঙা হচ্ছে স্বর্ণের দাম

অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত : মঞ্জু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা স্থগিত

পাশের দোকানে ক্রেতা বেশি, মালিককে মারধর অন্য ব্যবসায়ীর

গোয়ালঘরে আগুন, কৃষক অগ্নিদগ্ধ

মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে মিষ্টি হাসি

মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

১০

দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

১১

অধ্যাপক শফিকুলের সহায়তায় স্বপ্ন জয়ের পথে জবি শিক্ষার্থী ইমন

১২

কনের বয়স কম জেনে না খেয়ে ফিরে গেলেন ইউএনও

১৩

গণতান্ত্রিক উত্তরণে হঠকারিতার কোনো অবকাশ নেই : সাইফুল হক

১৪

দুবাই থেকে উধাও এশিয়া কাপ ট্রফি!

১৫

ঢাবিতে পথশিশুদের খাবার বিতরণ করলেন ছাত্রদলের রাজু

১৬

ক্ষমতায় যেতে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে : শাহে আলম

১৭

খালে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৮

ক্লাসিকোর আগেই রিয়ালকে খোঁচা ইয়ামালের

১৯

বন বিভাগের হয়রানির অভিযোগে অভিনব বিক্ষোভ

২০
X