মোহাম্মদ মিজানুল হককে সভাপতি ও মো. হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের বি-২০২ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন শাখা হতে ৩০ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে অন্যদের মধ্যে সহসভাপতি হিসেবে মো. আমিনুল ইসলাম, মো. হাতেম আলী, মো. সাদেকুর রহমান, মো. খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. গোলাম শরীফ ভূঁইয়া, কাজী মো. মহসিন হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান ভূঁইয়া, মীর মো. আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান, মো. আবু সাইদ শেখ, কাজী আমান উল্লাহ খোকন, শেখ রেজাউল করিম, দপ্তর সম্পাদক মো. তাফাজ্জল হোসেন ও প্রচার সম্পাদক মো. কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ সোমবার (২২ জানুয়ারি) সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সাথে সাক্ষাৎ করে তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং কমিটির বিষয়টি অবহিত করেন।
মন্তব্য করুন