সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ
খুলনায় আসিফ চত্বরে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদের দুই দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন আট সদস্য।

শনিবার (৪ জানুয়ারি) শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ও সায়েম রহমান সিয়াম, সদস্য এএইচ রিফাত, নাহিদ হোসেন, জালাল, মুশফিকুর রহমান, সাকিব হাসান ও মেহেদী হাসান।

তারা অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি করা হয়েছে। এ ছাড়া আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন। তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সাতক্ষীরা জেলার সদ্য ঘোষিত কমিটি বাতিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান।

এই কমিটিকে প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে।

নতুন করে সবার সঙ্গে আলোচনা করে সংযোজন-বিয়োজন করে কমিটির সংস্কার করার দাবি এবং কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা ঢাকায় বসে কমিটি করেছেন। আপনাদের উচিত, সাতক্ষীরায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারাসহ সবার সঙ্গে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং যোগ্য অনেককে রাখা হয়নি বরং বৈষম্যবিরোধী কমিটিতে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিল তাদের বাদ রেখে এই কমিটি দেওয়া হয়েছে।

এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এএইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন মৌ প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইখতিয়ার উদ্দিন, মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন, মো. তানজিদুর রহমান, সাকিব হাসান, রাকিব হাসান, মোমিনুর রহমান, তুহিন হোসেন রিয়াদ, মিজান রহমান, আনারুল ইসলাম সান, সামিউজ্জামান শ্রাবণ, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান, তারিক ইসলাম প্রমুখ।

কমিটি ঘোষণার পরপরই বিভক্ত হয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ২ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরাফাত হোসাইনকে আহ্বায়ক ও সুহাইল মাহদীনকে সদস্যসচিব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপির নেতাকর্মীরা

নওশাবার টালিউড যাত্রা

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ 

ঢাবিতে দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির ওপর নতুন বইয়ের মোড়ক উন্মোচন

যে ৬ কারণে মোবাইলের ব্যাটারি ফুলে যেতে পারে

স্ত্রীর সঙ্গে বিরোধ, ক্ষোভে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নওগাঁয় যুবদলের তিন নেতাকে শোকজ

ডিম নিক্ষেপকারীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ নিয়ে সারজিসের স্ট্যাটাস

কোন স্মার্টওয়াচ আপনার জন্য ভালো, বুঝবেন যেভাবে

দুদিন ধরে তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ পর্যটকরা

১০

জাতিসংঘের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ

১২

বিপাকে শাহরুখ-গৌরী, বিতর্কে আরিয়ান

১৩

প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

১৪

ফরিদপুরে গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

১৫

পেটের যে কোনো ব্যথা হালকাভাবে নিচ্ছেন? নারীদের জন্য বিপজ্জনক ৫ লক্ষণ

১৬

ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ, দায় স্বীকার করলেন অধিনায়ক জাকের

১৭

অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিল আইআইইউসি

১৮

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নতুন সতর্কবার্তা আবহাওয়া অফিসের

১৯

পাকিস্তান-যুক্তরাষ্ট্র ‘বিরল বৈঠকে’ ভারত প্রসঙ্গ

২০
X